Inqilab Logo

সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

রিশার খুনিকে ধরিয়ে দেয়ায় ৩ জনকে পুরস্কৃত

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আকতার রিশার হত্যাকারী ওবায়দুলকে ধরিয়ে দেয়ায় ডোমারের মাংস বিক্রেতা দুলাল হোসেনসহ তিনজনকে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে।
মঙ্গলবার ডোমার থানায় অনুষ্ঠিত ওপেন হাউসডে ও কমিউনিটি পুলিশিং সভায় পুলিশ সুপার জাকির হোসেন খান তাদেরকে অর্থ দিয়ে পুরস্কৃত করেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন ডোমার সোনারায় বাজারের মাংস বিক্রেতা দুলাল হোসেন, ওই ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাহান আলী ও অটো ড্রাইভার ইসমাইল হোসেন। পুলিশ জানায়, তারা ৩ জনই যোগসাজশ করে কৌশলে রিশার খুনিকে ডোমার থানা পুলিশের হাতে তুলে দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিশার খুনিকে ধরিয়ে দেয়ায় ৩ জনকে পুরস্কৃত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ