Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে হেফাজতের দোয়া-মাহফিল

শহিদদের রক্তের বিনিময়ে এদেশে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ৮:০০ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে গুলিতে নিহতদের স্মরণে সোমবার নগরীতে দোয়া মাহফিল করেছে মহানগর হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলামের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় চট্টগ্রামের হাটহাজারী, বি-বাড়ীয়া ও সাইনবোর্ডসহ বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ হরতালে পুলিশ কর্তৃক হেফাজতকর্মী, মাদরাসা-ছাত্র ও তৌহিদি জনতার ওপর নির্বিচার গুলি ও হত্যাযজ্ঞ চালিয়ে ১৭ জন শহিদ ও আহতদের জন্য এক দোয়া-মাহফিল বাদ আসর চট্টগ্রাম নগরীর তালিমুল কুরআন মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এই দোয়া-মাহফিলে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলাম (পীরসাহেব ফিরোজ শাহ)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ক্বারী ফজলুল করীম জিহাদী, মাওলানা হাফেজ মোহাম্মদ ফয়সাল, মাওলানা হাফেজ মোহাম্মদ ইউনুস, মাওলানা হাফেজ সায়েমউল্লাহ, মাওলানা আবু তাহের ওসমানী, মাওলানা জয়নুল আবেদীন কুতুবী, মাওলানা জাকারিয়া মাদানী, মাওলানা নুরুন্নবী, মাওলানা আনোয়ার হোসাইন রব্বানী, মাওলানা ইকবাল খলিল, মাওলানা এনামুল হক, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আবুল কাশেম, মাওলানা আশরাফ বিন ইয়াকুব, মাওলানা হাবিবুল্লাহ (দামপাড়া), মাওলানা নিজামউদ্দিন আল হোসাইনী, মাওলানা জোনায়েদ, মাওলানা মুফতি রবিউল ইসলাম, মাওলানা মুশতাক আহমদ মাদানী, মাওলানা শিবলী নোমানী প্রমুখ।

উক্ত দোয়া-মাহফিলে সভাপতির বক্তব্যে মাওলানা হাফেজ তাজুল ইসলাম বলেন, এইদেশ মুসলিমপ্রধান দেশ। এদেশের পুলিশ গুলি করে নিরীহ মুসলমান হত্যা করবে, এটি বরদাশত করা যায় না। খুনি কর্মকর্তাদের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি বলেন, কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মাধ্যমে সরকারের ইসলামবিদ্বেষী মনোভাব প্রকাশ পেয়েছে। কওমি মাদরাসা বন্ধ করার ষড়যন্ত্র এদেশের ধর্মপ্রাণ তৌহিদি জনতা মেনে নেবে না।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, দেশব্যাপী শান্তিপূর্ণ হরতালে নিরীহ আলেম-ওলামা, মাদরাসার ছাত্র ও তৌহিদি জনতার ওপর পুলিশ গুলি চালিয়ে চরম বর্বরতার পরিচয় দিয়েছে। শহিদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। মোদীকে খুশি করার জন্য যারা দেশের নিরপরাধ প্রতিবাদী নাগরিকদের হত্যা করতে দ্বিধা করে না, তারা জালিম এবং অত্যাচারী। যারা ধর্ম ও মানবতার প্রতি সম্মান প্রদর্শন করে না, তারা জনগণের কাছে সবসময় ঘৃণিত ও প্রত্যাখ্যাত। তিনি বলেন, শহিদদের রক্তের বিনিময়ে এদেশে একদিন ইসলামের বিজয়-পতাকা উড়বেই ইনশাআল্লাহ।

শহিদ ও আহতদের জন্য দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় নায়েবে আমির ও মহানগর সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলাম (পীরসাহেব ফিরোজ শাহ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ