Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পবিত্র শবে বরাত উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ১:৫৩ পিএম

পবিত্র শবে বরাত উপলক্ষে রাজশাহী মেট্টোপলিটন পুলিশ (আরএমপি) সদর দফতর থেকে আজ দুপুরে মহানগরবাসীর উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে আজ ২৯ এপ্রিল দিনগত রাতে মহানগরীতে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, পটকা, আতশবাজিসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বহন, ফুটানো নিষিদ্ধ করা হয়েছে।
আরএমপি অধ্যাদেশ-১৯৯২ এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে শবে বরাতের পবিত্রতা রক্ষায় আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক এ নির্দেশনা জারি করেছেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ