Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবির ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর শুরু

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ১৯ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবার সব অনুষদের ভর্তি পরীক্ষা ইউনিটভিত্তিক হবে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যায়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী ইনকিলাবকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত বছর কলা ও মানবিকী অনুষদের পরীক্ষা বিভাগভিত্তিক হয়েছিল। কিন্তু এবার ইউনিটভিত্তিকই হবে। কলা ও মানবিকী অনুষদের সব বিভাগের সভাপতি এই পদ্ধতিতে পরীক্ষা নিতে একমত হয়েছেন। তবে আগামী ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ভর্তির যোগ্যতা ও শর্তাবলি সভা শেষে জানানো হবে। শিক্ষার্থীরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে পারবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে দ্বিতীয়বার পরীক্ষা দেয়ার সুযোগ রাখার সম্ভাবনা আছে।
ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (িি.িলঁহরা.বফঁ/ধফসরংংরড়হ) থেকে জানা যাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাবির ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ