Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬৬তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস : সেরা অভিনেতা ইরফান খান

সেরা চলচ্চিত্র ‘থাপ্পড়, পিছিয়ে নেই ‘গুলাবো সিতাবো’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ৮:৫৯ পিএম | আপডেট : ১১:৩৭ এএম, ১৩ এপ্রিল, ২০২১

কোভিড-১৯ মহামারীকে সঙ্গে নিয়েই বিশ্বের নানান প্রান্তে আয়োজিত হচ্ছে বিনোদন জগতের সঙ্গে যুক্ত নানা পুরস্কারের আসর। শনিবার রাতে ঘোষিত হল ৬৬তম ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ীদের নাম। বলিউডের অন্যতম ঐতিহ্যবাহী পুরস্কারের আসরে বড় জয় পেয়েছে তাপসী পান্নু অভিনীত ‘থাপ্পড়। সেরা ছবি,সেরা অভিনেত্রী, সেরা কাহিনি এবং সেরা এডিটিং-এর পুরস্কার ছিনিয়ে নিয়েছেন অনুভব সিনহার এই ফিল্ম। অন্যদিকে ‘আংরেজি মিডিয়াম’ ছবির জন্য (মরণোত্তর) সেরা অভিনেতার পুরস্কার পেলেন ইরফান খান। গত বছর ২৯শে এপ্রিল ক্যানসারের সঙ্গে লড়াই থামিয়ে না-ফেরার দেশে চলে যান মাত্র ৫৩ বছর বয়সী ইরফান। এদিন শুরু সেরা অভিনেতা নয়, জীবন কৃতী সম্মান বা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারেও সম্মানিত করা হয়েছে ইরফান খানকে। ইরফান পুত্র বাবিল খান এই সম্মান গ্রহণ করেন। 

 ‘আংরেজি মিডিয়াম’ চলচ্চিত্রে ইরফান খান

এক নজরে ৬৬তম ফিল্মফেয়ার বিজয়ীদের তালিকা-

 

সেরা ছবি- ‘থাপ্পড়’

সমালোচকদের বিচারে সেরা ছবি- ‘ইব আলে উ’ (প্রতীক ভাট)

সেরা অভিনেতা- ইরফান খান (‘আংরেজি মিডিয়াম’মরণোত্তর)  

সমালোচকদের বিচারে সেরা অভিনেতা- অমিতাভ বচ্চন (‘গুলাবো সিতাবো’)

সেরা অভিনেত্রী- তাপসী পান্নু (‘থাপ্পড়’)

সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী- তিলোত্তমা সোম (‘স্যার’)

সেরা পরিচালক- ওম রাউত (‘তানাজি : দ্য আনসাং ওয়ারিয়ার্স’)

সেরা সহ অভিনেতা- সইফ আলি খান (‘তানাজি : দ্য আনসাং ওয়ারিয়ার্স’)

সেরা সহ অভিনেত্রী- ফারুক জাফার (‘গুলাবো সিতাবো’)

সেরা চিত্রনাট্য- রোহন গেরা (‘স্যার’)

সেরা কাহিনি- অনুভব সিনহা ও ম্রুন্ময়ী লাগু ওয়াইকুল (‘থাপ্পড়’)

সেরা ডায়লগ- জুহি চতুর্বেদী (‘গুলাবো সিতাবো’)

সেরা নবাগত পরিচালক- রাজেশ কৃষ্ণান (‘লুটকেস’)

সেরা নবাগতা অভিনেতা- আলিয়া এফ (‘জাওয়ানি জানেমান’)

লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান- ইরফান খান

মিউজিক্যাল বিভাগের পুরস্কার-

সেরা মিউজিক অ্যালবাম- প্রীতম ('লুডো')

সেরা গীতিকার- গুলজার ('ছপাক')

সেরা কন্ঠশিল্পী (পুরুষ)- রাঘব চৈতন্য (এক টুকরা ধূপ, থাপ্পড়)

সেরা কন্ঠশিল্পী (মহিলা)- আসিস কৌর (মালঙ্গ ছবির টাইটেল ট্রাক)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- মঙ্গেশ উর্মিলা ধাকড়ে (থাপ্পড়)

সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’-র টাইটেল কোরিওগ্রাফ করে সেরার পুরস্কার জিতে নিয়েছেন ফারহা খান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ