Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মে মাসে স্বাভাবিক সরবরাহ পাওয়ার আশা কোভ্যাক্সের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া আগামী মে মাস থেকে আস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার সরবরাহ আবার পুরোদমে শুরু করতে পারবে বলে আশা করছে গরিব দেশগুলোর টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে গঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স। কোভ্যাক্সের টিকা ক্রয় ও বিতরণে যুক্ত থাকা জাতিসংঘের সংস্থা ইউনিসেফের একজন মুখপাত্র রয়টার্সকে এ কথা জানিয়েছেন। ইমেইলে পাঠানো প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “সেরাম ইন্সটিটিউটের তৈরি আস্ট্রাজেনেকার টিকা সরবরাহ মে মাসের মধ্যে আবার আগের গতিতে ফিরবে। আর মাঝে বাদ পড়া চালানগুলোও পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, যাতে সব দেশের প্রাপ্য ডোজ পূরণ করা যায়।” ইউনিসেফের মুখপাত্র বলেন, এপ্রিলেই যাতে কিছু সরবরাহ পাওয়া যায়, সেজন্য ভারত সরকারের সঙ্গে আলোচনা করছে কোভ্যাক্স। মার্চ এবং এপ্রিল মাসে সেরাম ইন্সটিটিউট থেকে কোভ্যাক্সের পাওয়ার কথা ছিল ৯ কোটি ডোজ টিকা, যার মধ্যে হাতে পেয়েছে মাত্র ২ কোটি ৮০ লাখ ডোজ। বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদক সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এ পর্যন্ত ৭৬টি দেশে মোট ৬ কোটি ৫০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি করেছে। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় নিজস্ব চাহিদার কথা বিবেচনা করে ভারত সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার রপ্তানি সাময়িকভাবে বন্ধ রেখেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস শুক্রবার বলেছেন, ভারতের এমন সিদ্ধান্তের কারণ বোধগম্য, তবে অন্য দেশকে টিকা দেওয়ার জন্য সরবরাহ যাতে পাওয়া যায়, সেজন্য ভারতের সঙ্গে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। টিকার ন্যায্য বণ্টন নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির নেতৃত্বে কোভ্যাক্স নামের এই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কাজ করছে। এ পর্যন্ত ৬১টি দেশে ৩ কোটি ২০ লাখ মিলিয়ন ভ্যাকসিন সরবরাহ করেছে কোভ্যাক্স। ৩৬টি দেশ এখনো ভ্যাকসিন কার্যক্রম শুরুর অপেক্ষায় আছে। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ