Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ১২:০২ এএম

কানাডায় হতাহত ৬

কানাডার ভ্যাঙ্কুভার শহরতলির একটি পাবলিক লাইব্রেরিতে ছুরি হামলার ঘটনা ঘটেছে। শনিবারের এ হামলায় ছয় ব্যক্তি হতাহত হয়েছে। এর মধ্যে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। প্রতিবেদনে বলা হয়, ভ্যাঙ্কুভার শহরতলির একটি ব্যস্ত বাজারের কাছে অবস্থিত ওই পাবলিক লাইব্রেরিতে হামলার ঘটনায় সন্দেহভাজনকে গ্রেফতারে সমর্থ হয়েছে পুলিশ। স্থানীয় সময় শনিবার বিকালে এ হামলা চালানো হয়। হামলার ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে প্রত্যক্ষদর্শীদের প্রতি আহবান জানিয়েছেন তদন্তকারীরা। বিশেষ করে যারা এ ঘটনার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাদের বিশদ তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে। রয়টার্স।


ইন্দোনেশিয়ায় নিহত ২
ইন্দোনেশিয়ার একটি চার্চের বাইরে বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হয়েছে। এ ছাড়া আরও ১৪ ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে দেশটির ম্যাকাসর শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির পুলিশের এক মুখপাত্র জানান, চার্চের ভেতর যখন গণপ্রার্থনা চলছিল তখন এ হামলা ঘটে। বিস্ফোরণে ভবনের কাছাকাছি থাকা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিস্ফোরণে নিহত হয়েছেন দুই আত্মঘাতী হামলাকারী। তবে ঘটনাস্থলে ছড়িয়ে থাকা অঙ্গপ্রত্যঙ্গ ওই আক্রমণকারীদের কি না, নিশ্চিত নন তিনি। রয়টার্স।


ভ‚মিকম্প জাপানে
জাপানে ভ‚মিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভ‚মিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। স্থানীয় সময় রোববার সকাল ৯টা ২৭ মিনিটে চিবা এলাকায় ভ‚মিকম্পটি আঘাত হানে। শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ‚মিকম্পটি ভ‚পৃষ্ট থেকে ৫০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। তবে ওই ভ‚মিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। কয়েক সপ্তাহ আগেই দেশটির উত্তরপূর্বাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভ‚মিকম্প আঘাত হানে। ভ‚মিকম্পটির কেন্দ্র ছিল টোকিও থেকে ৩০৬ কিলোমিটার উত্তরপূর্বে। ভ‚পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬০ কিলোমিটার। শক্তিশালী ওই ভ‚মিকম্পে বহু বাড়ি-ঘরের জানালা ভেঙে পড়ে এবং ফুকুশিমায় একটি ভ‚মিধসের ঘটনা ঘটে। শিনহুয়া।

পাকিস্তানে নিহত ৫
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে একটি ট্রেইলরের সাথে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন। পাঞ্জাবের শেখহুপুরা জেলায় রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমে এ কথা বলা হয়েছে। দুর্ঘটনায় হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পাকিস্তানে ভঙ্গুর সড়ক এবং রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। শিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ