মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারি করোনায় বিপর্যস্ত পুরো বিশ্ব। করোনার সঙ্গে লড়াই করার একমাত্র প্রাথমিক অস্ত্র হলো মাস্ক। তবে এই মাস্ক নিয়েও মানুষের সমস্যার শেষ নেই। কেউ বলছেন কানে ব্যথা, কারো আবার দাবি দাগ হয়ে যাচ্ছে নাকে। এ ছাড়া খাবার খেতে গেলে মাস্ক সরিয়ে তারপর খেতে হচ্ছে বলে অভিযোগ করেছে অনেক মানুষ। এবার মেক্সিকোর গবেষকরা এমন একটি মাস্ক তৈরি করেছেন, যাতে খাওয়া দাওয়ায় কোনো সমস্যা হবে না। পাশাপাশি এটা করোনার হাত থেকেও কিছুটা রক্ষা করবে। এই মাস্কের নাম দেওয়া হয়েছে ‘নোজ অনলি মাস্ক’। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মেক্সিকোর গবেষকরা অনেক গবেষণার পর এই মাস্ক তৈরি করেছেন। এই মাস্ক নাক পুরোপুরি ঢেকে রাখে। যদিও এই মাস্কে করোনা থেকে কতটা রক্ষা পাওয়া যায়, তা নিশ্চিতভাবে এখনই বলা যাচ্ছে না। কারণ এই মাস্ক ব্যবহার করলে মুখ খোলা থাকবে। এই মাস্কের সুবিধা হলো এটি পরলে খাওয়াদাওয়া করার সময় মাস্ক সরিয়ে ফেলতে হবে না। সংবাদ সংস্থা রয়টার্সের একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ও নারী এই মাস্ক পরেই খাবার খাচ্ছেন। দুজনেই প্রথমে সাধারণ মাস্ক খুলে ফেলেন, এরপর দেখা যায় তাদের নাকে রয়েছে এই বিশেষ মাস্ক। সেটি পরেই তারা খাবার খান। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।