Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইল পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় যোদ্ধারা

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ৭:২৩ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় বীর যোদ্ধারা টাঙ্গাইলের কালিহাতি এলাকা পরিদর্শন করেছেন। শনিবার (২৭ মার্চ) ভারতীয় সেনাদের একটি দল মুক্তিযুদ্ধের সময় উপজেলার বানিয়াফৈর এলাকার ছত্রীসেনা অবতরণস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে সফররত ভারতীয় দলটির সাথে ২জন স্থানীয় মুক্তিযোদ্ধা সাক্ষাৎ করেন এবং পরবর্তীতে স্মৃতিচারণে অংশগ্রহণ করেন।

মেজর জেনারেল নারায়ণ শংকর নারি (অবসরপ্রাপ্ত) এর নেতৃত্বে ৬৮ সদস্যের এই দলটিতে ৩০ জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা (২৩ জন সস্ত্রীক) এবং ৬ জন চাকুরীরত ভারতীয় সেনা কর্মকর্তা (৫ জন সস্ত্রীক) রয়েছেন। সফরকারী দলটি বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে শহীদ সালাউদ্দিন সেনানিবাসে আগমন করলে জিওসি ১৯ পদাতিক ডিভিশন ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, এডব্লিউসি, পিএসসি, সস্ত্রীক তাঁদের স্বাগত জানান।

সফর শেষে প্রতিনিধি দলটি দুপুর ২ টা ৩০ মিনিটে শহীদ সালাউদ্দিন সেনানিবাস হতে হেলিকপ্টারযোগে ঢাকা প্রত্যাবর্তন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাঙ্গাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ