Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমাজমাট আয়োজনে সাউন্ডটেকের ঈদ অ্যালবাম

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গত ঈদেই অডিও বাজারে বেশ কয়েকটি নতুন অডিও সিডি ভিসিডি মুক্তির মাধ্যমে পুনরায় আলোচনায় আসে সাউন্ডটেক। এবার ঈদে এই প্রতিষ্ঠানের প্রস্তুতি আরো ব্যাপক। জনপ্রিয় শিল্পীদের একক এবং মিশ্র অ্যালবাম প্রকাশের তালিকা প্রকাশ করে অনেকটা তাক লাগিয়ে দিয়েছেন সাউন্ডটেকের কর্ণধার অডিও বাজারের মোগল খ্যাত সুলতান মাহমুদ বাবুল। তিনি বলেন, ‘সাউন্ডটেক আগের মতোই অডিও বাজারে বিনিয়োগ শুরু করেছে তারই ফলশ্রæতিতে নতুন নতুন এই অ্যালবাম আসছে আসন্ন ঈদে।’ এবার ঈদেও মুক্তি তালিকায় রয়েছে জনপ্রিয় শিল্পী ডলি সায়ন্তনীর নতুন একক ‘একলা হব ’। আহমেদ রিজভীর লেখা গানে এর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নাজির মাহমুদ, মাহমুদ জুয়েল এবং অভি আকাশ। আহমেদ রিজভীর লেখা গানে আরেকটি অ্যালবাম আসছে। আর এটি হচ্ছে ন্যান্সি এবং এফএ সুমনের দ্বৈত অ্যালবাম ‘অনুভব’। এর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নাজির মাহমুদ এবং মুশফিক লিটু। জুলফিকার রাসেলের লেখা গান নিয়ে আসছে ভারতের জনপ্রিয় শিল্পী পুলক মুচ্ছাল এবং ইমরানের ডুয়েট অ্যালবাম ‘আমার ইচ্ছে কথাই’। এর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। আসছে ব্যান্ড মিক্স ‘পুনরুদ্ধার’, পোরাহো, নাগরিক, সার্কেল এবং ওয়ার সাইট-এর গান রয়েছে এতে। রয়েছে সাথীর একক ‘পাল তোলা প্রেম’। গান লিখেছেন আদনান আসিফ সুর ও সঙ্গীত আমজাদ হোসেন। মুক্তি পাবে পাপরি’র একক ‘তুই করলি চুরি’। আসছে সাবরিনা সাবা এবং মুনকির খানের দ্বৈত অ্যালবাম ‘এতো কাছে’, কথা সুর ও সঙ্গীত অনিক সাহান। কাজী শুভ, বেলাল খান, ইলিয়াস হোসেন, শাহেদ রনি এবং হ্যাপীর মিশ্র অ্যালবাম ‘ভালোবাসার উৎসব’ আহমেদ কাওসারের কথায় সাহেদ রনী সুরে এই অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু এবং রেজওয়ান শেখ। আনিসুল ইসলামের লেখা গানে রয়েছে আরো একটি মিশ্র অ্যালবাম ‘চাঁদের মাস্তল’, এতে গান গেয়েছেন সন্দীপন, মেরী, পূর্ণা, রেশমী এবং ইউসুফ-সুর ও সঙ্গীত বাসু। এছাড়াও সাউন্ডটেক আরো কয়েকটি নতুন আইটেম বাজারে নিয়ে আসছে এবারের ঈদে। আর এইসব অ্যালবামই শুনতে ভিজিট করতে হবে সাউন্ডটেক ওয়েবসাইট এবং সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমাজমাট আয়োজনে সাউন্ডটেকের ঈদ অ্যালবাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ