Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালদ্বীপে হানিমুনে অভিনেত্রী দিয়া মির্জা!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ৩:১১ পিএম

বলিউড অভিনেত্রী দিয়া মির্জা এই মুহূর্তে রয়েছেন মালদ্বীপে। স্বামী বৈভব রেখির সঙ্গে হানিমুনে বিশেষ সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন তিনি। সি-গ্রীন রঙা বিকিনির সঙ্গে সাদা রঙের ফ্লোরাল প্রিন্টের স্রাগ পরেছেন নায়িকা। তাঁর ছবিগুলি বৈভবই তুলেছেন, আর সেকথা দিয়া তার ক্যাপশনে লিখেছেন। ব্যাকড্রপে মালদ্বীপের মনোরম পরিবেশ, সেই সঙ্গে দিয়ার একই সঙ্গে স্নিগ্ধ ও মোহময়ী অবতারে মুগ্ধ ফ্যানেরা। ভ্যালেন্টাইন্স ডে-এর পরের দিন, ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন দিয়া মির্জা। বয়ফ্রেন্ড, ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ে করছেন তিনি।

শোনা যায় একটি পার্টিতেই নাকি বৈভবের সঙ্গে দিয়ার চোখে চোখে প্রেম হয়ে যায়৷ তারপরই জমে ওঠে আলাপ ৷ নিন্দুকেরা বলেন, দিয়ার টোল পড়া হাসিতেই নাকি কাত হয়ে যান বৈভব, এমনটিও শোনা যায়, আলাপের শুরুতে নাকি পুরোটাই বলিউড নিয়ে কথা বলে দিয়াকে প্রেমে ফেলেন বৈভব৷ তারপর দু তরফেই জমে ওঠে আলাপ ৷ প্রেমের পারদ চড়তে থাকে রোজ ৷ সেই সময়ই দিয়া-বৈভব ঠিক করে নেন, বিয়েটা সেরেই ফেলবেন তারা ৷ ২০২০ সালে করোনার দাপট না ঘটলে, হয়তো এতদিনে দারুণ একটা সংসার গুছিয়ে ফেলতেন দিয়া ও বৈভব ৷ তাই তো আর দেরি না করে ২০ সাল গায়েব হতেই বসন্তের হাওয়ায় দিয়া ফের নিজের জীবনসঙ্গী বেছে নিলেন ৷ বৈভবের সঙ্গে বাঁধা পড়লেন সাত পাকে ৷

২০১৯ সালে প্রাক্তন স্বামী ব্যবসায়ী সাহিল সঙ্ঘের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন দিয়া ৷ তারপর একাই ছিলেন তিনি ৷ সোশ্যাল মিডিয়ায় নিজের বাঁধন ছাড়া জীবনের প্রতিটি মুহূর্তের ছবি দিতেন দিয়া ৷ তবে তখনই যে তিনি চুপি চুপি বৈভবের প্রেম বিভোর তা টেরও পেতে দেননি নায়িকা ৷ এদিক-ওদিক বৈভবের সঙ্গে যবে থেকে দেখা গিয়েছিল তাঁকে, তবে থেকেই প্রেমের গুঞ্জন শুরু ৷ তবে সেই গুঞ্জনকে আর বাড়তে দিলেন মিষ্টি দিয়া ৷ টুক করে বিয়েটাই সেরে ফেললেন ৷

দিয়ার বিয়ে অনুষ্ঠান ছিল বড্ডই ছিমছাম ৷ ছিল হাতে গোণা আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধব ৷ তবে দিয়ার খুবই কাছের বন্ধু এবং আরেক হায়দরাবাদ কন্যা অভিনেত্রী অদিতি রাও হায়দরি সকাল থেকেই দিয়ার বিয়েতে ছিলেন হাজির ৷ অনুভব সিনহার ‘থপ্পড়’-এ দেখা গিয়েছিল দিয়াকে ৷ এই মুহূর্তে দিয়ার হাতে রয়েছে বেশ কিছু ওয়েব সিরিজ ৷ তবে আপাতত, নতুন সংসারটাকেই গুছিয়ে নিতে চাইছেন দিয়া৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ