মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চলতি বছরের পহেলা মে সম্ভব না হলেও আগামী বছরে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাধ্যম সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন। গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথমবারের মতো হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন জো বাইডেন। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নানা ইস্যুতে নিজের প্রশাসনের নেয়া বিভিন্ন পদক্ষের পাশাপাশি কথা বলেন আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে। পূর্বস‚রি ট্রাম্প প্রশাসনের আমলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যহার নিয়ে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির বিষয়ে বাইডেন বলেন, চলতি বছরের পহেলা মে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের কথা থাকলেও হয়তো সেটা সম্ভব হবে না। তবে আগামী বছর আফগানিস্তানে কোনো মার্কিন সেনা থাকবে না বলেও আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।