Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরে হামলায় জওয়ান নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ১২:০২ এএম

জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স সিআরপিএফের গাড়িবহরে সন্ত্রাসী হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত তিনজন। বৃহস্পতিবার শ্রীনগরের উপকণ্ঠে এ হামলার ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ জানায়, শ্রীনগর-বারামুল্লা মহাসড়কে টহল দেওয়ার সময় লাওয়াপুরায় সিআরপিএফের ওই গাড়িবহরে হামলা চালায় সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক পাল্টা জবাব দিলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন কাশ্মীর পুলিশের মহাপরিচালক। হামলাকারীদের খোঁজে ওই এলাকায় অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ