Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলা হবে এখন আসামে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ১২:০২ এএম

খেলা হবে সেøাগানে মেতেছে ভারত। পশ্চিমবঙ্গে এরইমধ্যে ভাইরাল সেøাগানটি। শনিবার শুরু হওয়া বিধানসভার প্রথমদফার ভোটেও তৃণম‚ল কংগ্রেসের সেøাগানটি প্রভাব ফেলবে বলেই মনে করছে ভারতের সংবাদমাধ্যমগুলো। এদিকে, পশ্চিমবঙ্গের পর এবার আসামের নির্বাচনেও সেøাগানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণম‚ল কংগ্রেস খেলা হবেকে নিজেদের নির্বাচনী সেøাগান বানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণম‚লের সব প্রার্থী এমনকি তারকারাও একই শ্লোগানে মেতেছেন। সেøাগানটি বেশ প্রভাব ফেলেছে সাধারণ নাগরিকদের মধ্যেও। বাদ যায় নি বিজেপিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা যারাই পশ্চিমবঙ্গে এসেছেন তাদের মুখেও শোনা গেছে খেলা হবে- তবে তারা তা বলেছেন ব্যঙ্গাত্মকভাবে। শুধু পশ্চিমবঙ্গ নয় এবার আসামের বিধানসভা নির্বাচনেও তুমুল জনপ্রিয় সেøাগান খেলা হবে। প্রত্যেক দলই নিজেদের প্রচারণায় ব্যবহার করছে সেøাগানটি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ