Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কয়েকটি পণ্য বয়কটের ডাক দিয়েছে চীনের নাগরিকরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ১২:০২ এএম

সুইডিশ রিটেইল ব্র্যান্ড এইচঅ্যান্ডএমসহ জনপ্রিয় কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানের পণ্য বয়কটের ডাক দিয়েছেন চীনের নাগরিকরা। সংখ্যালঘু মুসলিম উইঘুর স¤প্রদায়ের ওপর নির্যাতনে উদ্বেগ জানিয়ে করা পুরনো এক বিবৃতির জেরে জনরোষে পড়েছে প্রতিষ্ঠানগুলো। যদিও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় উইঘুর নির্যাতনের বিষয়টিকে গুজব ও শত্রুদের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছে। জিনজিয়াং প্রদেশে তুলা উৎপাদনে উইঘুরদের অমানবিক কায়িক প্ররিশ্রম করানোর খবর আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে প্রকাশের পর গত বছর এইচঅ্যান্ডএম গভীর উদ্বেগ তুলে ধরে জানায় তারা চীন থেকে পণ্য কেনা বন্ধ করেছে। সংখ্যালঘু মুসলিম উইঘুর স¤প্রদায়ের ওপর নির্যাতনে উদ্বেগ জানিয়ে এইচঅ্যান্ডএম-এর করা এই পুরনো বিবৃতি স¤প্রতি আবারো আলোচনায় আসার পরপরই প্রতিবাদ শুরু করেছে চীনা নাগরিকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চীনের সুনাম ক্ষুণœ করায় বিদেশি ব্র্যান্ডগুলোকে বয়কটের ডাক উঠেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চানয়িং বলেন, এটা যুক্তরাষ্ট্রের একটা পুরানো ছবি যেখানে তুলা চাষে কৃষ্ণাঙ্গদের বাধ্যকরা হতো। আমি জিনজিয়াং এ তুলা চাষের ছবি অনলাইনে দেখেছি। সেখানে ৪০ শতাংশের বেশি তুলা স্বয়ংক্রিয় মেশিনে তোলা হয়। তথাকথিত শ্রমিকদের জোর করার মতো কোনো ঘটনা সেখানে নেই। কিছু প্রতিষ্ঠান এ গুজব বিশ্বাস করেছে। যা তাদের নিজস্ব বিবেচনা। তবে আমি বিশ্বাস করি চীনা নাগরিকদের তাদের অনুভূতি ও মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা আছে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ