Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাকা বাঁচানোর পথ খুঁজছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ১২:০২ এএম

কোভিড-১৯ মহামারি হানা দেয়ার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ২০২০ সালে অর্থনীতি সবচেয়ে বাজে অবস্থার মধ্য দিয়ে গেছে। তবে ধনীরা আরও ধনী হয়েছে, তাদের সম্পদের পরিমাণ অনন্য উচ্চতায় পৌঁছেছে করোনার এই সময়ে। এখন সেই অর্থ কিভাবে নিজেদের কাছে রাখা যায়, তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ চালাচ্ছেন অনেকেই। অনেকে নিজেদের ক্ষতি পুষিয়ে নেয়ার মতো পথ খুঁজছেন। মার্কিন সংস্থা বøাকরকের সাবেক এক ব্যবস্থাপনা পরিচালক মরিস পার্ল বলেন, এক বছর আগে জুলাই নাগাদ স্টক মার্কেটে ধস নামে। তখন আমার স্টকের দাম পড়ে যায়। কিন্তু সেটা এখন অনেকটাই বেড়ে গেছে। তবে ধনী-গরিবের এই ফারাকটা আরও বাড়ছে। সাতজন মিলিওনিয়ার এবং বিলিওনিয়ার এবং ধনীদের ২০ জনের বেশি উপদেষ্টার সাক্ষাৎকার নিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তারা বলছে, কর ব্যবস্থা এখনও অনুক‚লে থাকা অবস্থায় আল্ট্রা-ধনীরা তাদের সম্পদ দান, ট্রাস্টে এবং অন্য দেশ বা রাজ্যে স্থানান্তর করছে। করের ওপর কড়াকড়ি আরোপ নিয়ে যে একটি বিল আনা হচ্ছে সে ব্যাপারে মোটামুটি সবাই নিশ্চিত। সুইজারল্যান্ড ভিত্তিক ওয়েলথ ম্যানেজার টিয়েডেমান কন্সটান্টিয়া’র সিইও রব উইবার বলেছেন, সবার জন্যই যে এই বিল আসছে তা স্পষ্ট। করের পরিমাণ বাড়ার আগে তাকে কিছু ক্লায়েন্ট ব্যবসার মতো বড় অ্যাসেট বিক্রি করে দেয়ার চিন্তাভাবনা করছেন বলেও জানান তিনি। ওয়েলথ ম্যানেজাররা বলছেন, নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনীদের ওপর কর বাড়ানোর কথা জানিয়েছিলেন। এর ফলে এখন অনেক ধনী ব্যক্তিরা ট্রাস্ট গঠন করছেন বলে জানিয়েছে ওয়েলথ ম্যানেজাররা। যুক্তরাষ্ট্রে এখন করমুক্ত আয় হচ্ছে ১১.৭ মিলিয়ন ডলার। তাই এসব ধনীরা তাদের অর্থ তাদের সন্তান বা অন্য আত্মীয়স্বজনের নামে স্থানান্তর করতে পারবে। তবে নির্বাচনী প্রচারণার সময় বাইডেন বলেছিলেন যে, তিনি ২০০৯ সালে করমুক্ত যে সীমা ছিল তাতে ফিরতে চান। তখন করমুক্ত আয়ের সীমা ছিল ৩.৫ মিলিয়ন ডলার। উইলমিংটন ট্রাস্টের চিফ ওয়েলথ স্ট্র্যাটেজিস্ট আলভিনা লো বলেন, গত বছরের শেষ কোয়ার্টারে ট্রাস্ট তৈরি এবং সেখানে অর্থায়ন খুব বেড়ে যায়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ