মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত ফেব্রæয়ারি থেকে ভারতে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। সুস্পষ্টভাবে এটি করোনার দ্বিতীয় ঢেউ। গত ১৫ ফেব্রæয়ারি থেকে হিসাব করলে ১০০ দিন পর্যন্ত সংক্রমণ চলতে পারে। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ মার্চ পর্যন্ত সংক্রমণের ধারা বিশ্লেষণ করে ধারণা করা যায় যে, দ্বিতীয় দফা ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ পর্যন্ত হতে পারে। ২৮ পৃষ্ঠার প্রতিবেদনে স্থানীয় লকডাউন কিংবা বিধিনিষেধ সম্পর্কে বলা হয়েছে, সংক্রমণ রোধে এগুলো অকার্যকর। মহামারির বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র আশা হচ্ছে টিকাদান কর্মস‚চি। এতে আরও বলা হয়েছে, ‘দৈনিক নতুন সংক্রমণের মাত্রা বিবেচনা করে বলা যায়, ভারত সম্ভবত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে।’ বৃহস্পতিবার ভারতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৩ হাজার ৪৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত পাঁচ মাসের মধ্যে ২৪ ঘণ্টায় এটি সর্বোচ্চ সংক্রমণ। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।