Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২১, ১২:০২ এএম

নারাজ পম্পেও
ইনকিলাব ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর বর্মি সেনাবাহিনীর নির্মম হত্যাকান্ডকে গণহত্যা স্বীকৃতি দিতে নারাজ ছিলেন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। যদিও যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিদ্ব›দ্বী চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম জনগোষ্ঠী উইঘুরদের ওপর চীনা সেনাবাহিনীর হত্যাকান্ডকে জোরেশোরেই গণহত্যার স্বীকৃতি দেন তিনি। স¤প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এ বিষয়ে মাইক পম্পেওর বক্তব্য জানতে বেশ কয়েকবার চেষ্টা করে রয়টার্স। কিন্তু তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। রয়টার্স। বিন্দুমাত্র

মূল্যায়ন
ইনকিলাব ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন পাশ্চাত্যের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাশীল নন। তিনি কানাডীয় রেডিও চ্যানেল ‘সিরিজ এক্সএম’কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। পুতিনের ব্যক্তিত্ব সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রুডো বলেন, “গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী হিসেবে আমি বহুবার পুতিনের সঙ্গে কথা বলেছি। আমার মনে হয়েছে, তিনি আপনার চোখের দিকে তাকিয়ে যখন তার দৃষ্টিতে যেটা ভালো মনে হয় তা সরাসরি বলে ফেলবেন। পাশ্চাত্য বিষয়টি নিয়ে কী ভাবছে তার প্রতি তিনি বিন্দুমাত্র ভ্রæক্ষেপ করবেন না।” ইরনা।


কান্দাহারে নিহত ১২
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে ২৪ ঘণ্টায় সরকারি বাহিনীর অভিযানে ১২ জঙ্গি নিহত ও আরও পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার ২৫ মার্চ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়। সংবাদ মাধ্যম জানায়, বিবৃতিতে জানানো হয়, আর্গানদাব ও মিওয়ান্ড জেলায় তালেবানের গোপন আস্তানা লক্ষ্য করে যুদ্ধবিমানের সাহায্যে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্থলমাইনসহ বিভিন্ন বিস্ফোরক উদ্ধারের পর সেগুলো নিষ্ক্রিয় করে। এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। সিনহুয়া।


বিমানেই হাতাহাতি
ইনকিলাব ডেস্ক : বিমান থেকে কে আগে নামবেন তা নিয়ে তুমুল ঝগড়া করেন অ্যামেরিকান এয়ারলাইনসের দুই নারী যাত্রী। তাদের সেই ঝগড়ার ভিডিওটি এরইমধ্যে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। সম্প্রতি ওই বিমানটি লস এঞ্জেলস থেকে অ্যারিজোনার ফিনিক্স স্কাই হারবর বিমানবন্দরে পৌঁছায়। এসময় নামতে গিয়েই ওই ঝগড়ার সৃষ্টি যা এক পর্যায়ে হাতাহাতিতে গিয়ে থামে। ওই ভিডিওটি ধারণ করেছেন অ্যানি ভিক্টোরিয়া রোজ নামের আরেক যাত্রী। তিনি বলেন, বিমান থামতে না থামতেই এই ঝগড়া শুরু হয়। এই ঝামেলার কারণে আধাঘন্টা বিমানে আটকে থাকতে হয়েছে আমাকে। এজেডসেন্ট্রাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ