Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ৫:৩৮ পিএম

ঢাকায় সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে এই অঞ্চলে কানেক্টিভিটি বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি। শুক্রবার (২৬ মার্চ) রাজধানীর সোনারগাঁও হোটেলে নরেন্দ্র মোদির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর আব্দুল মোমেনের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে আলাপ করেছি। বিশেষ করে বাংলাদেশের ৫০ বছর পূর্তি উৎসব, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, এলডিসি থেকে আমাদের উত্তরণ, ভারতের সঙ্গে আমাদের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক সব কিছু মিলিয়ে এবং বঙ্গবন্ধুকে যে গান্ধী পুরস্কার দেওয়া হয়েছে এসব বিষয়ে আলোচনা হলো।

মোমেন বলেন, দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কানেক্টিভিটি নিয়ে আলোচনা করলাম। আমরা বলেছি, ওনাদের নেতৃত্বে যেভাবে চলছি আমরা আগামী ৫০ বছরে এই অঞ্চলে সোনালী অধ্যায় রচনা করতে পারব। এতে সবার মঙ্গল হবে। এটা সম্ভব হবে যদি শক্ত নেতৃত্ব থাকে। এক দেশ উন্নত হলে লাভ নেই, সবাইকে নিয়ে উন্নতি করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পররাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ