Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতদিয়ায় ৭ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায়

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ২:২৮ পিএম

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। ভোগান্তির শিকার চালক ও যাত্রীরা বলছেন, সাপ্তাহিক ছুটির কারণে এবং ফেরি স্বল্পতার কারণে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। রয়েছে ফেরিঘাটের সংকটও।

তবে ঘাট কর্তৃপক্ষ বলছে, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহনের যাত্রী ও চালকদের ভোগান্তি কমাতে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।

শুক্রবার (২৬ মার্চ) বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত চার কিলোমিটার সড়কের ওপর নদী পারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে চার শতাধিক যানবাহন ও গোয়ালন্দমোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গোয়ালন্দ মোড়ে থেকে জুট মিল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মহাসড়কে তিন শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় যানজটে আটকে আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেরি চলাচল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ