পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকায় পৌঁছেই বাংলায় টুইট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি। টুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে তিনি টুইটটি করেন।
সেখানে তিনি লেখেন, ‘ঢাকা পৌঁছলাম। বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। এই সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে অবদান রাখবে।’
এর আগে মোদির ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে থাকা অবস্থায়ই ভারতীয় প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে আরেকটি টুইট করা হয়; যাতে লেখা হয়, বিশেষ অভ্যর্থনায় শুরু হলো বিশেষ এই সফর।
টুইটের সঙ্গে তিনটি ছবিও জুড়ে দেওয়া হয়। এর একটিতে দেখা যায়, বিমান থেকে নামছেন ভারতের প্রধানমন্ত্রী। দ্বিতীয়টিতে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষেরটিতে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে দেখা যায় নরেন্দ্র মোদিকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।