নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
উইকেট পতণের ধারাবাহিকতা বজায় রাখলেন মিথুন। ৩য় ওয়ানডেতে ৩১৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় ৩৯ বলে ৬ রানের টেস্টসুলভ ইনিংস খেলে সাঝঘরে ফিরে যান তিনি। ৩৮টি বলে সেট হয়ে বুঝে-শুনে খেলার পর ৩৯তম বলে প্রথম বড় শট খেলতে গিয়েই কেল্লা ফতে মিথুনের। মিচেল স্যান্টনারের হাতে তালুবন্দি হওয়ার পর দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪৮ রান। মুশফিক ১১ রানে ব্যাট করছেন। তার সঙ্গে জুটি বাঁধতে নেমেছেন মাহমুদউল্লাহ।
৩ উইকেট হারিয়ে নড়বড়ে বাংলাদেশ
লক্ষ্য ৩১৯। কিন্তু এত বড় রান তাড়ায় শুরুতেই মূল্যবান ৩টি উইকেট খুইয়ে ফেলেছে বাংলাদেশ। অধিনায়ক তামিমকে দিয়ে শুরু। এরপর সৌম্য সরকার। এই দুই ব্যাটসম্যানই আউট হয়েছেন ব্যক্তিগত ১ রানে। হাল ধরার চেষ্টা করেও ২১ বলে তিন চারে ২১ রান তুলে আর ইনিংস লম্বা করতে পারেন নি লিটন দাস। প্রথম তিন ব্যাটসম্যানই আউট হয়েছেন ম্যাট হেনরির বলে।
প্রথম ওভার মেডেন খেলার পর তৃতীয় ওভারে তার বলে খোঁচা মেরে কট বিহাইন্ড হয়ে ফিরেন তামিম। পরের ওভারে পুল করার চেষ্টায় ফাইন লেগে ধরা পড়েন সৌম্য সরকার। টেন্ট্র বোল্টকে ফ্লিক করে বাউন্ডারিতে রানের খাতা খোলা লিটন দাস ছিলেন আত্মবিশ্বাসী। কিন্তু তিনিও পারেননি ইনিংস বড় করতে। ফিরে যান বোল্টের দুর্দান্ত এক ক্যাচে। হেনরিকে ঠিক মতো পুল করতে পারেননি লিটন। ব্যাটের কানায় লেগে থার্ড ম্যানে যাওয়া ক্যাচ অনেকটা এগিয়ে এসে ঝাঁপিয়ে মুঠোয় জমান বোল্ট।
১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩২ রান। জয়ের জন্য আরও প্রয়োজন ২৮৭ রান। ক্রিজে আছেন মোহাম্মদ মিথুন (২) ও মুশফিকুর রহিম (১)।
বাংলাদেশের অসংখ্য ভুলে নিউজিল্যান্ডের রানপাহাড়
বাজে ফিল্ডিংয়ে রান আউট আর সহজ কিছু ক্যাচ মিসের পরও বল হাতে বাংলাদেশের শুরুটা ভালোই এনে দিয়েছিলেন রুবেল হোসেন আর তাসকিন আহমেদ। ১২০ রানেই চার টপঅর্ডার ব্যাটসম্যানকে ফিরিয়ে আশা জাগাচ্ছিলেন নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের।
তবে সেই আশার সলীল সমাধি হয়েছে আরো বেশ কিছু ক্যাচ আর সুযোগ মিসের মহড়ায়। সেই সুযোগে সেঞ্চুরি তুলে নিয়েছেন ডিন কনওয়ে আর ড্যারিল মিচেল। তাতে বাংলাদেশকে বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিকরা।
বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩১৮ রান তুলেছে নিউজিল্যান্ড।
আগেই দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়ে ফেলা তামিম ইকবালের দলকে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পাড়ি দিতে হবে বিশাল রান পাহাড়, গড়তে হবে রেকর্ড।
ওয়ানডেতে প্রথম শতকের মুখ দেখা কনওয়ে আর মিচেল মিলে ৫ম উইকেটে যোগ করেছেন ১৫৯ রান। ১৭টি চারে ৯৫ বলে সেঞ্চুরি পাওয়া কনওয়েকে ১২৬ রানে থামান মুস্তাফিজ।
এর আগেই ফিফটি তুলে ফেলেন মিচেল। এই মিচেলকেও জীবন দেন মাহমুদউল্লাহ। আবারও বোলার তাসকিন। এবার ৬৩ রানে থাকা মিচেলের সহজ ক্যাচ শর্ট আউটসাইড অফে ছেড়ে দেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
শেষ বলে দৌড়ে ২ রান নিয়ে ক্যারিয়ারের প্রথম শতক পূর্ণ করা মিচেল অপরাজিত ছিলেন কাঁটায় কাঁটায় ১০০তে। অবশ্য এতে অবদান আছে মুশফিকেরও। শেষ বলে বল ধরতে না পেরে তাকে রান আউটের সহজ সুযোগ হাতছাড়া করেন বাংলাদেশের কিপার।
বাংলাদেশের হয়ে ৭০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন অভিজ্ঞ পেসার রুবেল। তবে আরেক তরুণ গতি তারকা তাসকিন এক উইকেট পেলেও ছিলেন কিছুটা মিতব্যয়ী, ১০ ওভারে একটি মেডেনসহ দিয়েছেন ৫২ রান। ৩৭ রান দিয়ে এক উইকেট নিয়েছেন ৮ ওভার হাত ঘুরানো সৌম্যও।
তবে সবচেয়ে খরুচে ছিলেন মুস্তাফিজ। ১০ ওভারে একটি উইকেট নিতে কাটার মাস্টার দিয়েছেন ৮৭ রান!
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ইনিংস : ৫০ ওভারে ৩১৮/৬ (গাপটিল ২৬, নিকোলস ১৮, কনওয়ে ১২৬, টেইলর ৭, ল্যাথাম ১৮, মিচেল ১০০*, নিশাম ৪, স্যান্টনার ১*; মুস্তাফিজ ১/৮৭, তাসকিন ১/৫২, রুবেল ৩/৭০, শেখ মেহেদী ০/৪৬, মিরাজ ০/২৩, সৌম্য ১/৩৭)।
লাথামকে হারিয়ে চাপে নিউজিল্যান্ড
শুরু থেকেই ভোগাচ্ছিল ফিল্ডিং। হাতছাড়া হয়েছে দুটি সহজ ক্যাচ। কাজে লাগানো যায়নি রান আউটের দুটি সুযোগ। দুর্দান্ত বোলিংয়ে সেই আক্ষেপ ঘুঁচিয়ে দিয়েছেন রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। পরে উইকেট শিকারের তালিকায় যোগ দিয়েছেন সৌম্য সরকারও।
ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তিন টপঅর্ডার গাপটিল, নিকোলাস আর টেলরের পর বাংলাদেশ ঝুলিতে পুরেছে আগের ম্যাচেই সেঞ্চুরি গড়া লাথামের উইকেটও।
নিজের প্রথম ওভারের প্রথম বলেই কিউই দলপতিকে লোপ্পা বলের ফাঁদে ফেলেন সৌম্য। তবে তাতে বড় কৃতিত্ব পাওনা থাকবে মেহেদী হাসান মিরাজেরও। ল্যাথামের (১৮) দেওয়া ক্যাচ পয়েন্টে লাফিয়ে চিতার ক্ষিপ্রতায় হাতে জমান তিনি।
সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। ৩০ ওভার শেষে ৪ উইকেট হারানো স্বাগতিকদের সংগ্র ১৪৯।
ফিফটি তুলে স্বাগতিকদের আশার বাতি জ্বালিয়ে চলেছেন ডেভন কনওয়ে (৫২)। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। তাকে সঙ্গ দিতে ক্রিজে আসা ড্যারিল মিচেল খেলছেন ১৬ রানে।
তাসকিনের পর রুবেলের জোড়া আঘাত
ক্রাইস্টচার্চে ক্যাচ মিস আর বাজে ফিল্ডিংয়ের মাশুল দিয়েছে বাংলাদেশ। বড় স্কোর গড়েও হারতে হয়েছে নিউজিল্যান্ডের কাছে। ওয়েলিংটনে এসেও শুরুতে সেই একই চিত্রের রিপিট টেলিকাস্ট।
৫ম ওভারে মার্টিন গাপটিলকে সহজ একটি রান আউটের সুযোগ হাতছাড়া করেছেন মেহেদী হাসান মিরাজ। ৭ম ওভারে তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে আগের ম্যাচের মতোই নিকোলসের সহজ একটি ক্যাচ হাতছাড়া করেছেন মুশফিকুর রহিম।
তবে সেই আক্ষেপ মিটেছে দুই বল পরই। ফুল লেংথ বলে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গিয়ে গালিতে লিটন দাসের হাতে ধরা পড়েন তিনি। বাঁহাতি এই ওপেনার ২১ বলে করেন ১৮ রান। ভাঙে ৪৪ রানের উদ্বোধনী জুটি।
সেই শোক কাটতে না কাটতেই কিউই শিবিরে আরেক ধাক্কা দেন এই ম্যাচেই সুযোগ পাওয়া অভিজ্ঞ গতি তারকা রুবেল হোসেন। এবার অফ স্টাম্পের বাইরের শর্ট বল পুল করার চেষ্টায় মিড অনে তালুবন্দী করেন সেই লিটনই। ২৮ বলে ২৬ করে থামেন গাপটিল।
সফরে প্রথম ম্যাচ খেলতে নেমে যেন উইকেট ক্ষুধা তখনও ছিল রুবেলের। তাইতো নিজের পরের ওভারে এসে এই পেসার তুলে নেন অভিজ্ঞ টেলরকেও (৭)। রুবেলের বলটি ছিল শরীরের বেশ কাছে। তবুও কাট করেন টেইলর। ব্যাটের কানা ছুঁয়ে আসা সহজ ক্যাচ গ্লাভসে জমান মুশফিক। ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে কিউইরা।
১১ ওভার শেষে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ডের সংগ্রহ ৫৭। ২ রান নিয়ে ব্যাট করতে থাকা ডেভন কনওয়েকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক টম ল্যাথাম।
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
আগের দুই ম্যাচে হেরে ওয়ানডে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ। লক্ষ্য এবার হোয়াইটওয়াশ এড়ানো। সে লক্ষ্যে সফরে টানা তৃতীয় ম্যাচেও টস হারলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। আগের দুই ম্যাচে ফিল্ডিং নিলেও এবার ব্যাটিং নিলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।
৭ ওভার শেষে কোনো উইকেট না হারানো নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৪০। গাপটিল ব্যাট করছিলেন ২৬ রানে, নিকোলস খেলছিলেন ১৪ রানে।
ডানেডিনে সকালে শুরু হওয়া প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে কেবল ১৩১ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের মতো ওয়েলিংটনেও শুরুতে ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ দেখছেন চোট কাটিয়ে ফেরা রস টেইলর।
বেসিন রিজার্ভে ওয়ানডে হয় কমই। গত ১০ বছরে এখানে ওয়ানডে হয়েছে কেবল তিনটি। তিন বছরের বেশি সময়ের মধ্যে এটিই প্রথম। বাংলাদেশ এখানে ওয়ানডে খেলছে প্রথমবার। উইকেটে আছে সবুজ ঘাসের ছাওয়া।
পিচ রিপোর্টে সুজি বেটস জানান, উইকেটে বাউন্স ও পেস থাকবে। তবে ততটা সুইং নাও থাকতে পারে। এই উইকেটে নিজেদের জন্য বড় চ্যালেঞ্জ দেখছেন তামিম, ‘এখানে আমরা ওয়ানডে খেলিনি তবে একটি টেস্ট খেলেছি। … আমি নিউজিল্যান্ডকে বাংলাদেশে দেখতে চাই যেখানে খেলা হবে স্পিনিং উইকেটে।’
৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ দলে পরিবর্তন একটি। ফিরেছেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। নেই হাসান মাহমুদের জায়গায় আগের ম্যাচে খেলা অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড দলেও একটি পরিবর্তন। বাদ পড়েছেন উইল ইয়াং, চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ টেইলর। বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণাই আছে তার। তিনি নিশ্চিত, নিজেদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী রাঙিয়ে রাখতে নিজেদের উজাড় করে দেবে সফরকারীরা।
নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, রস টেইলর, টম ল্যাথাম (অধিনায়ক), জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।