Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ৯:১৯ পিএম

মৃত্যুদন্ড বিদায়
মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩তম অঙ্গরাজ্য ভার্জিনিয়ায় মৃত্যুদন্ডের বিধান তুলে দেয়া হয়েছে। অঙ্গরাজ্যটির গভর্নর একটি বিলে স্বাক্ষর করার মাধ্যমে নতুন এই আইন কার্যকর হলো। ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে মৃত্যুদন্ডের বিধান বহাল রাখার পর থেকে টেক্সাসের পর ভার্জিনিয়াতেই সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুদন্ড কার্যকর হয়েছে। ওই সময়ের পর থেকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে প্রচুর সংখ্যক মৃত্যদন্ড কার্যকরের ঘটনা ঘটেছে। নির্বাচনের প্রচারণার সময় জো বাইডেন প্রতিশ্রæতি দিয়েছিলেন যে তিনি মৃত্যুদন্ডের বিধানের অবসান করবেন। বিবিসি।


শর্ত শিথিল
আয়ারল্যান্ডে জন্ম নেয়া বিদেশি নাগরিকদের শিশুসন্তানদের জন্য নাগরিকত্ব পাওয়ার শর্ত শিথিল হচ্ছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে একটি বিলে মন্ত্রিসভার অনুমোদন চেয়েছেন আইরিশ জাস্টিজ মিনিস্টার। যদি প্রস্তাবটি মন্ত্রিসভায় গৃহীত হয় তাহলে বিদেশি নাগরিকের সন্তান আয়ারল্যান্ডে জন্ম নেবে তাদের আইরিশ নাগরিকত্ব পাওয়া আগের চেয়ে সহজ হবে। বর্তমানে আয়ারল্যান্ডে জন্ম নেয়া বিদেশি নাগরিকদের শিশুসন্তানদের নাগরিকত্ব পাওয়ার জন্য ৫ বছর অপেক্ষা করতে হয়। এজন্য তাদের প‚র্ববর্তী ৮ বছরের মধ্যে অন্তত চার বছর এবং আবেদন করার আগে সবশেষ ১ বছর বিরতিহীন আয়ারল্যান্ডে বসবাস করতে হবে। আইরিস লিগেল নিউজ।


সিপিজের দাবি
মিয়ানমারে দ্য ইরাবতী নিউজ গ্রæপ ও দু’জন সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি সব অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছে সাংবাদিকদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। একই সাথে চলমান অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ কভার করা সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকির মাধ্যমে ভীতি প্রদর্শন বন্ধ করার আহŸান জানিয়েছে সংগঠনটি। তারা আটক সব সাংবাদিকের মুক্তি দেয়ার দাবি জানিয়েছে। ১২ই মার্চ সামরিক জান্তা দ্য ইরাবতীর বিরুদ্ধে দÐবিধির ৫০৫(এ)-এর অধীনে অভিযুক্ত করে। ইরাবতী।


রেড জোন ঘোষণা
অর্থপাচার এবং অবৈধ উপায়ে জমি অধিগ্রহণের তদন্তে শুক্রবার পাকিস্তানের জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরোর (এনএবি) থোকার নিয়াজ বেগ ভবনে উপস্থিত হবেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। এ জন্য একদিন আগে বৃহস্পতিবার থেকেই ওই এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়ে হয়েছে। একজন কর্মকর্তা বুধবার ডন পত্রিকাকে বলেছেন, রেঞ্জার ও পাঞ্জাব পুলিশ এনএবি ভবন ও আশপাশের এলাকাকে নিরাপদ করবে। তারা বৃহস্পতিবার থেকে ওই এলাকাকে রেড জোন ঘোষণা করেছে। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ