বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো ভিড়েছে সিমেন্ট ক্লিংকার বোঝাই বড় জাহাজ। ২০ হাজার ৪২১ টন ক্লিংকারসহ বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে কর্ণফুলী নদীর ক্লিংকার জেটিতে বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি জাহান ব্রাদার্স’ জাহাজটি ভিড়ে।
হাইডেলবার্গ সিমেন্ট কারখানার কাঁচামাল নিয়ে ১৮৫ দশমিক ৮৪ মিটার লম্বা এবং ৮ দশমিক ২০ মিটার ড্রাফটের জাহাজটি জেটিতে আনার সময় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে বন্দরে কর্তৃপক্ষ। আগে ১৬১ মিটার দীর্ঘ সিমেন্ট ক্লিংকার জেটিতে ১৬১ মিটার দীর্ঘ ৯ দশমিক ১৪ মিটার ড্রাফটের জাহাজ এবং ১৭০ মিটার দীর্ঘ ৮ দশমিক ৬ মিটার ড্রাফটের জাহাজ বার্থিং করার বিধান ছিল। বন্দরের প্রধান জেটি হিসেবে বিবেচিত সিসিটি, এনসিটিতে সাড়ে ৯ মিটার ড্রাফটের ১৯০ মিটার দীর্ঘ জাহাজ ভিড়তে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।