বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের লালপুরে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে আজ থেকে শুরু হয়েছে অভিযান। মাস্ক পরিধান না করায় অভিযানের প্রথম দিনে ৮ জন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকাল ৪ টা থেকে ৫ পর্যন্ত লালপুর বাজারে গনপরিবহন ও বিপনী বিতানগুলোসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মি আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাস্ক পরিধান না করায় ৮ জন ব্যক্তি কে মোট ১হাজার ৫শ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মি আক্তার সকলকে করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য বিধি অনুসরণ করে মাস্ক ছাড়া বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানান। এছাড়া নিম্নআয়ের মানুষদের মধ্যেও মাস্ক বিতরণ করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। তবে শতভাগ মাস্ক পড়া নিশ্চিত না হওয়ায় পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।