Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপন ষড়যন্ত্রের কথা প্রকাশ্যে আনলেন সার্বিয়ান মডেল নাতালিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২১, ৩:১৩ পিএম

বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জতোভিচের সঙ্গে সেক্স টেপ শুট করতে প্রায় ৭২ লক্ষ টাকা অফার করা হয়। এমনটাই জানিয়েছেন সার্বিয়ান মডেল নাতালিয়া সেকিচ। ইউরোপের একটি বিখ্যাত স্পোর্টস ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে নাতালিয়া জানান, নোভাকের বৈবাহিক জীবন নষ্ট করতেই এমন অফার দেওয়া হয় তাকে।

তিনি বলেন, 'যে ব্যক্তি আমায় এই অফার দেন তাকে আগে থেকে চিনতাম। তিনি আমায় একদিন ডেটে নিয়ে যান। প্রথমে ভেবেছিলাম আমায় কোনও বিজনেস প্রোপোজাল দেবেন। পরে বুঝতে পারি নৌভাকের ব্যক্তিগত জীবন ধ্বংসর করার একটা ষড়যন্ত্র হচ্ছে।'

'তিনি আমায় বলেন নোভাককে রূপের মোহে ভুলিয়ে কোনও রোম্যান্টিক জায়গায় নিয়ে গিয়ে ওর সঙ্গে সেক্স টেপ শুট করতে হবে। প্রথমে ভেবেছিলাম উনি ঠাট্টা করছেন। কিন্তু উনি বেশ গম্ভীর ছিলেন বিষয়টি নিয়ে।'

লোকটি আমায় বলে, কাজের বদলে ৬০ হাজার ইউরো দেওয়া হবে এবং আমার পছন্দসই জায়গায় একটা লম্বা ছুটি কাটাতে পারব। কথা শুনে আমি বেশ রেগে গিয়েছিলাম। মনে হয়েছিল ওর উপর জল ঢেলে দিই। কিন্তু পাবলিক প্লেস ছিল তাই এ সব করিনি। আমি তৎক্ষণাৎ সেখান থেকে উঠে যাই। আমি আশা করব যাতে ওই ব্যক্তি এ ধরনের কোনও মেয়েকে খুঁজে না পায়। নোভাক আমাদের দেশের গর্ব। বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। এবং একজন আদর্শ ফ্যামিলি ম্যান।

নাতালিয়ার আশা এই ঘটনা জানার পর অন্য কোনও মহিলা এই প্রস্তাবে রাজি হবেন না। নাতালিয়া সার্বিয়ার অন্যতম নামী মডেল এবং সোশাল মিডিয়ার স্টার। প্রচুর ফ্যান ফলোয়ার তার। ২০২০ সালে একবার নোভাক এবং ইয়েলেনার ডিভোর্সের গুজবও ছড়ায়। তবে সে সব মিথ্যে ছিল এমনটাই জানান নোভাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ