মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে রাজধানী ইসলামাবাদে চলছে সামরিক কুচকাওয়াজ। এর আগে আবহাওয়া প্রতিকূলে থাকার জন্য এই অনুষ্ঠান বিলম্বিত করা হয়েছিল। এরপর তা আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) শাকারপারিয়ান পাহারের কাছে প্যারেড গ্রাউন্ডে চলছে। এতে প্রেসিডেন্ট আরিফ আলভি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। তবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে উপস্থিত হতে পারেননি প্রধানমন্ত্রী ইমরান খান।
অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাক, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান নাদিম রেজা এবং সেনাপ্রধান জেনারেল জাভেদ কমর বাজওয়া। পাকিস্তান বিমান বাহিনী এবং নৌবাহিনীর যুদ্ধবিমানের ফ্লাইপাস্টের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এই ফ্লাইপাস্টে নেতৃত্ব দেন বিমান বাহিনী প্রধান জহির আহমেদ বাবর।
এতে অংশ নেয় এফ-১৬ যুদ্ধবিমান, জেএফ-১৭, মিরেজ, এডব্লিউএসি, পি-৩সি অরিয়ন এবং এটিআর এয়ারক্রাফট। এতে চারটি প্রদেশের স্থানীয় সংস্কৃতি তুলে ধরা হচ্ছে। সূত্র : ডন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।