Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে ৩৫ লক্ষ টাকা ছিনতাই মামলায় গ্রেফতার-৩

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২১, ১১:২০ পিএম

শেরপুর জেলা শহরের পৌরসভার মধ্যশেরী পাড়া মহল্লায় ২১ মার্চ রোববার ৫ সদস্যের একদল ছিনতাইকারী ডিবি পুলিশের পরিচয় দিয়ে শেরপুর ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের ব্যবসায়ী অংশীদার মো. নূর হোসেন কর্তৃক মোটর সাইকেলে বহনকৃত ৩৫ লক্ষ টাকা ছিনতাই ঘটনায় শেরপুর সদর থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ ২৪ মার্চ ভোরে যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে। পরে ধৃতদের ২৪ মার্চ বুধবার বিকেলে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- টাকা বহনকৃত মোটরসাইকেল চালক সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর গ্রামের মোজাম্মেল হকের ছেলে লিটন রানা (৩২), ডাকপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মিজানুর রহমান মিজান (৩৫) ও শেরপুর পৌরসভার পশ্চিম গৌরীপুর মহল্লার নূর মোহাম্মদ নবাব আলীর ছেলে ফকির মিয়া (২৮)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর সড়ক বিভাগ (সওজ) কর্তৃক শেরপুর ব্রহ্মপুত্র সেতুটি বেশকয়েকজন ব্যবসায়ী ইজারা নিয়েছেন। ঘটনার দিন রোববার দুপুরে ইজারাদারের ব্যবসায়ী অংশীদার মো. নূর হোসেন সড়ক বিভাগে ইজারার কিস্তির ৩৫ লক্ষ টাকা ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে ব্রহ্মপুত্র সেতুর টোল ঘর থেকে মোটরসাইকেল যোগে শেরপুর জেলা শহরে ন্যাশনাল ব্যাংক লিমিটেড শাখায় জমা দেয়ার জন্য তার ভাস্তে মোটরসাইকেল চালক লিটন (২৮) সাথে নিয়ে শহরের প্রবেশ মুখ মধ্যশেরী পাড়া মহল্লায় পৌঁছামাত্র আগে থেকেই উৎপেতে থাকা ৫ সদস্যের ছিনতাইকারী দল তাদের মোটরসাইকেলের গতিরোধ করে প্রথমে তারা ডিবি পুলিশের পরিচয় দেয়। এসময় ছিনতাইকারীরা মোটরসাইকেল চালক লিটনকে তার ব্যবহৃত মোটরসাইকেলের সাথে হ্যান্ডকাপ পড়িয়ে ফেলে। পরে ওই ছিনতাইকারীরা নূর হোসেনের চোখে মরিচের গুড়া ছিটিয়ে ৩৫ লক্ষ টাকার ব্যাগ ছিনতাই করে দুটি মোটরসাইকেল যোগে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

এঘটনায় মামলা হলে জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের দায়িত্ব প্রদান করা হয়। মঙ্গলবার গভীর রাতব্যাপী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মনিরুল আলম ভূঁইয়া, মামলার তদন্তকারী অফিসার ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোফাখখির সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই সন্দেহভাজন ৩ ব্যক্তিকে গ্রেফতার করে।

টাকা ছিনতাই ঘটনা ও রহস্য উদঘাটনের জন্য মামলার তদন্তকারী অফিসার বুধবার বিকেলে ধৃত আসামীদের ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে শেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। পরে আদালত রিমান্ড শুনানীর দিনধার্য করে আসামীদের শেরপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি আজ ২৪মার্চ রাতে নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের ওসি মনিরুল ইসলাম। তিনি এ ঘটনাটির মূল রহস্য উদঘাটন করতে গোয়েন্দা পুলিশ কাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেরপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ