মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গন্ডমূর্খ ডেকে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রেসিডেন্টকে ‘গন্ডমূর্খ’ ডেকে সাজার মুখে পড়েছেন পোল্যান্ডের জনপ্রিয় লেখক ও সাংবাদিক ইয়াকুব জোলজেক। নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েকদিন পর জো বাইডেনকে লেখা পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেই ডুডার এক টুইটের প্রতিক্রিয়ায় জোলজেক প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে ওই শব্দটি লিখেছিলেন। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে এ পোলিশ লেখকের সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে। বিবিসি।
আলোচনা এপ্রিলে
সেনা প্রত্যাহার নিয়ে আবার ইরাকের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। এপ্রিলে এ আলোচনা শুরু হবে। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা শুরু হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের আমলে। ২০২০ সালের জুন থেকে আলোচনা শুরু হয়। নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে এই প্রথমবার আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইরাকে এখন আড়াই হাজার মার্কিন সেনা আছে। মার্কিন ও জোট বাহিনীর সেনারা ইরাকে থাকার ঘোষিত উদ্দেশ্য হলো, ইরাকি বাহিনীকে প্রশিক্ষিত করা, যাতে তারা ইসলামিক স্টেট বা আইএসের মোকাবিলা করতে পারে। আইএস যাতে আবার ইরাকে তাদের শক্তি প্রতিষ্ঠা না করতে পারে। দ্য হিল, ডয়েচে ভেলে।
নির্ভরযোগ্য নয়
রাশিয়ার প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ক্রেমলিন থেকে বলা হয়েছে: ইউরোপীয় ইউনিয়ন তাদের দেশের জন্য নির্ভরযোগ্য মিত্র নয়। তবে মস্কো দ্বিপক্ষীয় আলেচনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে। ক্রেমলিন থেকে আরও জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্টতা না থাকায় রাশিয়া সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সা¤প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে রাশিয়া বলেছে, বিদ্যমান মতপার্থক্য নিরসনের লক্ষ্যে দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাওয়া জরুরি। স্পুটনিক।
৫ হাজার পাউন্ড
ইংল্যান্ডে উপযুক্ত কারণ ছাড়া বিদেশ ভ্রমণ করলে লকডাউন আইনে ৫ হাজার পাউন্ড জরিমানা করা হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী ২৯শে মার্চ সোমবার থেকে নতুন আইনটি কার্যকর হবে। নতুন আইনে সরকারের নির্দিষ্ট অজুহাত (তালিকাভুক্ত) ছাড়া দেশের বাইরে যাওয়া নিষিদ্ধ রয়েছে। বর্তমান পরিকল্পনার আওতায় ইংল্যান্ডের মানুষ ১৭ই মে থেকে ছুটিতে বিদেশ যেতে পারবে। বৈদেশিক ভ্রমণের জন্য আইনগতভাবে অনুমোদিত কারণগুলির মধ্যে রয়েছে বিয়ে, সম্পত্তি স্থানান্তর কাজ, স্বেচ্ছাসেবক, শিক্ষা, চিকিৎসা প্রয়োজন এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।