Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশাসনের নজরদারিতে গরুর খামার

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ক্ষতিকর ইনজেকশন ও ক্ষতিকর খাবার খাইয়ে যাতে খামারিরা পশু মোটাতাজা করতে না পারে সে মতে মাদারীপুরের কালকিনিতে প্রায় দুই শতাধিক গরুর খামারকে নজরদারিতে রেখেছে মাদারীপুর জেলা ও উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর। আর এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে খামারে খামারে প্রতিদিনই অভিযান চালাচ্ছে প্রাণিসম্পদ কর্মকর্তারা। এ ব্যাপারে মাদারীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হুমায়ূন কবির বলেন, ‘ক্ষতিকর পন্থা এড়িয়ে স্বাস্থ্যসম্মতভাবে সহজ পদ্ধতিতেও পশু মোটাতাজা করা যায়। আর আমরা খামারে খামারে অভিযান চালিয়ে খামারিদের ক্ষতিকর পন্থা বর্জন করে স্বাস্থ্যসম্মত পন্থায় পশু মোটাতাজাকরণের পরামর্শ প্রদান করে আসছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রশাসনের নজরদারিতে গরুর খামার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ