Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটহাজারীতে নিজের গলায় নিজেই ধারালো ছুরি চালালেন এক মহিলা

হাটহাজারী (চট্রগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ৮:৪৬ পিএম

হাটহাজারীতে নিজের গলায় নিজেই ধারালো ছুরি চালিয়েছেন মানসিক রোগী রশিদা বেগম (৫০) নামের এক মহিলা। হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের নূর আহম্মদ কোম্পানির বাড়ির মৃত হারুনুর রশীদের স্ত্রী বলে জানা যায়। মঙ্গলবার (২৩মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা খুবই সংকটাপন্ন।

ঘটনার সত্যতা নিশ্চিত ওই মহিলার পুত্র জাহেদ জানান, দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও বেশ কয়েকবার এ ধরণের ঘটনা ঘটানো চেষ্টা করেছিল। তার কাছ থেকে ঘরে থাকা দা,চুরি ও বটি লুকিয়ে রাখা হয়েছিল, কিভাবে তার মা ছুরি খুঁজে পেলেন তা জানিনা।

তার ছেলে বলেন, আমরা খবর পেয়ে তাকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে যায়। উক্ত মহিলার জ্ঞান থাকলেও কথা বলতে পারছেন না। তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ