Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র-ইইউর নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২১, ১২:০১ এএম


সামরিক অভ্যুত্থানে জড়িত মিয়ানমারের শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এমন এক সময় এই খবর এসেছে, যখন ব্যাপক প্রাণহানি সত্তে¡ও দেশটিতে জান্তাবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। খবর ভয়েস অব আমেরিকার। মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের প্রধানের ভিসা নিষিদ্ধ ও সম্পদ জব্দের নির্দেশ জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। এক বিবৃতিতে এক বøকটি জানায়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারকে উৎখাত এবং শান্তিপ‚র্ণ বিক্ষোভে নৃশংস দমনাভিযানের বিরুদ্ধ ইউরোপের জোরালো পদক্ষেপের অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে সোমবার মিয়ানমারের পুলিশপ্রধান, সেনাবাহিনীর বিশেষ অভিযান বিষয়ক একজন কমান্ডারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ