মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মধ্যপ্রদেশে নিহত ১৩
বাস ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে ভারতের মধ্যপ্রদেশে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন নারী ও একজন পুরুষ। মঙ্গলবার সকালে মধ্যপ্রদেশের গুয়ালিয়র জেলায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে গুয়ালিয়র জেলার পুরানি ছাবানি নামক স্থানে বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি মোরেনা নামক স্থানে যাচ্ছিল। গুয়ালিয়র জেলা পুলিশের এসপি অমিত সাংহি জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীরা ‘অঙ্গনওয়াড়ি কেন্দ্র’ নামক স্থানে রান্নার কাজ করতেন। মঙ্গলবার সকালে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় নিহত হন তারা। ইন্ডিয়া টুডে।
দুঃখ প্রকাশ
মিয়ানমারে বিক্ষোভকারীদের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন সেনাবাহিনীর মুখপাত্র জ মিন টুন। তিনি বলেন, নিহতরাও বর্মি নাগরিক। ফলে তিনি তাদের জন্য বেদনা অনুভব করেন। জ মিন টুন বলেন, অভ্যুত্থানের পর উদ্ভ‚ত সহিংসতায় সারা দেশে ১৬৪ বিক্ষোভকারী নিহত হয়েছে। একই সময়ে নিরাপত্তা বাহিনীরও ৯ সদস্য নিহত হয়েছে। এ সময় তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা ছড়িয়ে দেওয়া এবং সম্পত্তি ধ্বংসের অভিযোগ করেন। রয়টার্স।
সাংবাদিক মুক্ত
মিয়ানমারে আটক হওয়া বিবিসির বার্মিজ ভাষা বিভাগের রিপোর্টার অং থুরাকে মুক্তি দেয়া হয়েছে। গত ১৯ মার্চ রাজধানী নেইপিদোতে কোর্ট ভবনের বাইরে দাঁড়িয়ে কাজ করার সময় সাংবাদিক অং থুরাকে সাদা পোশাকধারী লোকজন তুলে নিয়ে যায়। সোমবার তার মুক্তির খবর নিশ্চিত করেছে। তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে এক সামরিক অভ্যুত্থানে বেসামরিক সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটিতে ৪০ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও সামরিক বাহিনী দেশটির পাঁচটি মিডিয়া কোম্পানির লাইসেন্সও বাতিল করেছে। বিবিসি।
চীনে নিহত ৪
চীনের দক্ষিণাঞ্চলে একটি সরকারি ভবনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ওই বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহভাজনও নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ৫৯ বছর বয়সী এক সন্দেহভাজন ওই হামলা চালিয়েছেন বলে স্থানীয় পুলিশ ওয়েইবো অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে উল্লেখ করেছেন। সেখানে আরও জানানো হয়েছে যে, বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার দক্ষিণাঞ্চলীয় গুয়ানঝৌয়ের মিংজিংয়ে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই গ্রামে ৩ হাজার মানুষ বসবাস করে। জিমিয়ান নিউজ সাইটে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে সরকারি একটি ভবন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।