Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে তিন হাজার বছরের প্রাচীন স্বর্ণ মুখোশ উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ৫:৪৯ পিএম

চীনের সিচুয়ান প্রদেশে তিন হাজার বছর আগের বিপুল সংখ্যক শিল্পকর্ম পাওয়া গেছে। যার মধ্যে সোনার তৈরি মুখোশের অবশিষ্টাংশও রয়েছে। মুখোশটি আনুষ্ঠানের সময় ব্যবহার করা হতো। বিশেষজ্ঞরা বলছেন, এই আবিষ্কারটি চীনের প্রাচীন শু রাজবংশের সময়কার। তারা ৩১৬ খ্রিস্টপূর্বাব্দে অঞ্চলটি শাসন করত।

মুখোশটি ২৮০ গ্রাম ওজনের এবং ৮৪ শতাংশ স্বর্ণ দিয়ে তৈরি। চীনের জাতীয় সংস্কৃতি বিষয়ক প্রশাসন জানিয়েছে, ছয়টি নতুন গর্ত থেকে অন্তত ৫০০ আইটেম উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব বস্তু থেকে প্রাচীন শু রাজ্য নিয়ে আরও নতুন অনেক তথ্য জানা সম্ভব হবে। স্বর্ণের মুখোশ ছাড়াও ব্রোনজ, সোনার ধাতু, হাতির দাঁত, জেড ও হাড়ের বিভিন্ন শিল্পকর্মও উদ্ধার করা হয়েছে।

১৯২০ সালের পর এই জায়গাটি থেকে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি শিল্পকর্ম পাওয়া গেছে। তখন একজন স্থানীয় কৃষক সেখানে আসলে বেশ কয়েকটি পুরাতাত্ত্বিক নির্দশন দেখতে পান। এরপর থেকে অব্যাহতভাবে প্রত্নতাত্ত্বিক স্থানটিতে অনুসন্ধান চলছে। সবচেয়ে বড় সফলতাটি এসেছে ১৯৮৬ সালে। এ সময়ে দুটি গর্ত থেকে একহাজারের বেশি শিল্পকর্ম উদ্ধার করা হয়েছে। সূত্র: ডেইলি সাবাহ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ