Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীজুড়ে তীব্র যানজট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ২:০৬ পিএম

রাজধানীজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় আটকে আছে হাজারো যানবাহন। যত দূর চোখ যায় শুধু থেমে থাকা সারি সারি গাড়ী। বাসের সারির মধ্যে ফাঁক পেয়ে মোটরসাইকেল চালকরা সামনে যাওয়ার চেষ্টা করেও পারছেন না। জটের মধ্যেই একাধিক অ্যাম্বুলেন্স দ্রুত সামনে ছুটতে শব্দ করেই চলেছে। কিন্তু গাড়ির জট খুলছে না।

মঙ্গলবার (২৩ মার্চ) সকাল থেকেই রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোতে এমনই চিত্র দেখা গেছে। বিশেষকরে রাজধানীর এয়ারপোর্ট, বনানী, মহাখালী, তেজগাঁওসহ এদিকে ফার্মগেট, মিরপুর, আসাদগেট, শ্যামলী, কল্যাণপুর এলাকায় দুপুর ১২টার দিকে যানজট চড়ম আকার ধারণ করে। যানজটে আটকে থেকে অতিষ্ঠ হয়ে অনেকে পায়ে হেঁটেই বিকল্প পথে রওয়ানা দেন গন্তব্যস্থলের উদ্দেশে।

জানা গেছে, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে বহনকারী চার্টার্ড বিমানটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ডা. লোটে শেরিংকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।

এর পরপরই মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ১০টা ৩৬ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভুটানের প্রধানমন্ত্রী। ১০টা ৫০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ থেকে বের হন ভুটানের প্রধানমন্ত্রী। ভুটানের প্রধানমন্ত্রীর চলাচলকে ঘিরে ঢাকা থেকে সাভার পর্যন্ত সড়ক ছিল কঠোর নিরাপত্তার চাদরে আবৃত। এ সময় আশপাশের সড়কগুলো কিছুক্ষণের জন্য জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের কারণে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিন রাজধানীতে যানজটের আশঙ্কার কথা আগেই জানিয়ে রেখেছে পুলিশ। এসময়ে রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকতেও পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া জনসাধারণকে চলাচল সীমিত করতে অনুরোধ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ