Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরের শ্রীবরদীতে স্কুল পরিচালনার দায়ে ২ শিক্ষা প্রতিষ্ঠানকে জরিমানা

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ১০:২৬ পিএম

সরকারি নির্দেশনা অমান্য করে শেরপুর শ্রীবরদীতে কিছু শিক্ষা প্রতিষ্ঠান গোপনে স্কুল পরিচালনা করছে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। সোমবার ২২ মার্চ সকালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পৌর শহর ও ভায়াডাঙ্গা বাজারে দুটি স্কুলে অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা করেছে।

এর মধ্যে শ্রীবরদী বাজারের প্লাস পাবলিক স্কুল থেকে ১০ হাজার টাকা ও ভায়াডাঙ্গা বাজারের সীমান্ত পরিবার স্কুল থেকে ৮ হাজার টাকা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনার সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান গণমাধ্যমকে বলেন, করোনার বিস্তার রোধে সরকারি ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগম বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্য করে স্কুল পরিচালনার দায়ে দুটি পতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেরপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ