Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিথ্যা অভিযোগে ৬ ব্যক্তির কারাবাস

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম

প্রভাবশালী এক আইনজীবীর দায়ের করা মামলায় সপ্তাহকাল ধরে নরসিংদী কারাগারে বন্দি জীবন যাপন করছেন দুদু মিয়া, রবি মিয়া, আব্দুর রহমান, বজলুর রহমান, আব্দুল্লাহ এবং ইসমাইল হক নামে ছয় ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মনোহরদী উপজেলার চরমান্দালিয়া গ্রামে। মামলার বাদী চরমান্দালিয়া ইউনিয়নের আব্দুল মতিনের ছেলে অ্যাডভোকেট মো. শফিকুর রহমান মিলন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শফিকুর রহমান ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে প্রভাবশালী হওয়ায় বিভিন্ন সময়ে ওই পরিবারের উপর অত্যাচার করছে। এরই জের ধরে গত ১২ মার্চ সকালে ভুক্তভোগীদের জমির উপর ইটের প্রাচীর নির্মাণ কাজ শুরু করে। বাঁধা দিতে গেলে তারা প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি মনোহরদী থানা পুলিশকে জানানো হয়েছে। ১২ মার্চ শফিকুর রহমান বাদী হয়ে আটজনকে আসামি করে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ এনে নরসিংদী আদালতে একটি মামলা দায়ের করেন। সোমবার রাতে পুলিশ তাদেরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেন।
ভুক্তভোগী ফজলুর রহমানের মেয়ে কুলসুম বলেন, আমার বাবা এবং চাচাকে মিথ্যা মামলায় জেল হাজতে পাঠিয়েছে শফিকুর রহমান। এখন আবার আমাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে বলেও হুমকি দিচ্ছেন।
এ বিষয়ে অ্যাডভোকেট শফিকুর রহমান মিলন জানান, দীর্ঘদিন ধরে ওই জমি আমাদের দখলে রয়েছে। বাড়াবাড়ি করলে তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবো।
চরমান্দালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির বলেন, যারা জেল হাজতে রয়েছেন তারা খুবই গরীব মানুষ। তাদের এই বিরোধ মিমাংসা করার জন্য উভয় পক্ষকে বসার জন্য অনুরোধ করেছিলাম।
মনোহরদী থানার ওসি মো. আনিচুর রহমান বলেন, আদালতের নির্দেশে ছয় আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৬ ব্যক্তির কারাবাস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ