Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জি-ফাইভ গ্লোবালে প্রথম বাংলাদেশী ওয়েব সিরিজ অরিজিনাল কনট্রাক্ট

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ১২:০১ এএম

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ গ্লোবাল বিশ্বব্যাপী দর্শকদের জন্য মুক্তি দিয়েছে বাংলাদেশে নির্মিত ওয়েব সিরিজ ‘কনট্রাক্ট’। চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, জাকিয়া বারী মম, রাফিয়াত রশিদ মিথিলা, শ্যামল মাওলা, তারিক আনাম খান অভিনয় করেছেন ওয়েব সিরিজে। বিশ্বব্যাপী বিত্তবান আর ক্ষমতাশীলরা কীভাবে সমাজের দুর্বল শ্রেণী ব্যবহার করে এবং পেশাদার খুনি তৈরি করে তা তুলে ধরা হয়েছে ওয়েব সিরিজে। সিরিজটি পরিচালনা করেছেন তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। ছয় পর্বের প্রতিটি পর্ব ৩০ মিনিট করে। অ্যাকশন থ্রিলার ওয়েব সিরিজটি নির্মাণ করা হয়েছে বাংলাদেশের খ্যাতিমান লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের বিখ্যাত উপন্যাস ‘কনট্রাক্ট’ অবলম্বনে। জিফাইভ’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে স্থানীয় কলাকুলশীদের নিয়ে মানস্মত দেশীয় কনটেন্ট নির্মাণ এবং তাদের কনটেন্ট বৈশ্বিক দর্শকদের কাছে পৌঁছে দেয়া। বাংলাদেশে নির্মিত আমাদের সবচেয়ে বড় কনটেন্টটির ঘোষণা করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমাদের প্রত্যাশা দর্শকদের মাঝে কনটেন্টটি যথেষ্ট সাড়া ফেলবে। উল্লেখ্য, মাইনকা চিপায় এবং ডব্লিউটিফ্রাই-এর ব্যাপক সফল্যের পর জি-ফাইভ গ্লোবাল এর তৃতীয় এবং সবচেয়ে বড় বাংলাদেশে নির্মিত ওয়েব সিরিজ হলো ‘কনট্রাক্ট’। বাংলাদেশে জি-ফাইভ প্ল্যাটফর্মে কন্ট্রাক্ট সিরিজটি বিনামূল্যে দেখা যাবে। গুগল প্লেস্টোর অথবা আইওএস অ্যাপ স্টোর থেকে গ্রাহকরা জি ফাইভ অ্যাপ ডাউনলোড করতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ