Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর চলচ্চিত্রে ফিরবেন না ড্রু ব্যারিমোর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২১, ১২:০১ এএম

অভিনেত্রী ড্রু ব্যারিমোর জানিয়েছেন তিনি আর অভিনয়ে ফিরবেন না, তার বদলে তার দুই সন্তানের লালন পালনে মনোনিবেশ করবেন তিনি। ‘চার্লিস অ্যাঞ্জেলস’, ‘ফিফটি ফার্স্ট ডেটস’ এবং ‘নেভার বিন কিস্ড’ ফিল্মগুলোর জন্য খ্যাত ৪৬ বছর বয়সী অভিনেত্রীটিকে সিরিয়াস এক্সএমের ‘রেডিও অ্যান্ডি’ অনুষ্ঠানে জিজ্ঞাসা করা হয় তিনি অভিনয়ে ফেরার পরিকল্পনা করছেন কীনা। “যদি সৎভাবে বলতে হয় তাহলে আমার জবাব হবে ‘না’। আমি এখন ফিল্মের সেটে ফিরতে চাই না, তবে আমার সন্তানরা বড় হয়ে গেলে মত বদলাতেও পারি।” প্রাক্তন স্বামী উইল কোপেলম্যানের ঔরসে ড্রুর এক কন্যা অলিভ (৮) আর পুত্র ফ্র্যাঙ্কি (৬)। সন্তানদের দেখভাল করার জন্য অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিতে তার খুব বেগ পেতে হয়নি। “আমার সন্তানদের জন্মের পর এসব ছেড়ে দেয়া শুরু করি আমি কারণ মাত্র ১১ মাস বয়সে আমি যখন ডায়াপার পরতাম তখন থেকেই আমি এই কাজটি করছি। সুতরাং খুব সহজেই আমি অভিনয় ছেড়ে দিয়ে সন্তানদের দেখাশোনা শুরু করি।” “ফিল্মের সেটে থেকে ন্যানিকে বারবার বাচ্চারা কেমন আছে জিজ্ঞাসা করতে ভাল লাগছিল না আমার। আমার মনে হল-এটা আমার জীবন নয়। সুতরাং এসব ছেড়ে দেয়া ছিল আমার জন্য কম ভীতিকর,” ব্যারিমোর বলেন। পাঁচ বছর অভিনয় থেকে দূরে থাকার পর ২০২০ সালে তার ‘দ্য স্ট্যান্ড-ইন’ ফিল্মটি মুক্তি পায়। অভিনয় থেকে অবশ্য তিনি দূরে ছিলেন না। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত তিনি নেটফ্লিক্সের ‘সান্টা ক্লারিটা ডায়েট’ সিরিজের তিন মৌসুমে অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্রু ব্যারিমোর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ