বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : আসন্ন ঈদে দক্ষিণাঞ্চলের যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে শিবচরের কাওড়াকান্দি ঘাটে জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রশাসনের সাথে বিভিন্ন যানবাহন, নৌযান, ফেরির সংশ্লিষ্টদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পদ্মায় ৬৫ ফুটের নিচে লঞ্চ পারাপারে- স্টিকারবিহীন লোকাল যানবাহন কাওড়াকান্দি ঘাটে প্রবেশে নিষেধাজ্ঞা, যাত্রীর চাপ হলে ফেরিতে পারাপার, পদ্মায় পুলিশের টহল, যাত্রীদের স্যানেটারি নিশ্চিতকরণসহ সভায় প্রায় ৬৯টি সিদ্ধান্ত নেয়া হয়। গঠন করা হয় ঘাট ব্যবস্থাপনা কমিটি।
জানা যায়, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট হয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীদের ঘরে ফেরা নিশ্চিত করতে গতকাল মঙ্গলবার দুপুরে কাওড়াকান্দি মাইক্রোবাস টার্মিনালে বিভিন্ন যানবাহন, নৌযান, ফেরির সংশ্লিষ্টদের নিয়ে সভা করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। সভায় পদ্মায় ৬৫ ফুটের নিচে লঞ্চ পারাপারে- স্টিকারবিহীন লোকাল যানবাহন কাওড়াকান্দি ঘাটে প্রবেশে নিষেধাজ্ঞা, যাত্রীর চাপ বাড়লে ফেরিতে পারাপার, যাত্রীদের স্যানেটারি নিশ্চিতকরণ, ঈদের আগে-পরের ১০ দিন ঘাট প্রশাসন নিয়ন্ত্রণ, ফেরির ক্ষেত্রে টিকিটপ্রাপ্তির স্থান পন্টুনের পরিবর্তে পাচ্চরের বাখরেরকান্দিতে স্থানান্তর, ফেরি রিজার্ভ রাখাসহ স্থানান্তর, লঞ্চ সার্ভিসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধি হবে না, ধারণক্ষমতার বাইরে যাত্রী বহনে নিষেধাজ্ঞা, স্পিডবোটের ক্ষেত্রে সন্ধ্যার পর পারাপারে নিষেধাজ্ঞা, সড়ক পরিবহনের ক্ষেত্রে স্টকারবিহীন লোকাল যানবাহন কাওড়াকান্দি ঘাটে প্রবেশে নিষেধাজ্ঞা, রোড ডিভাইডার স্থাপন, ভাড়া ও অতিরিক্ত যাত্রী উঠানোতে নিষেধাজ্ঞা, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে বিশৃঙ্খলা ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালতসহ প্রায় ৬৯টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলো বাস্তবায়নে ঘাট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক মো: কামালউদ্দিন বিশ্বাস বলেন, কাওড়াকান্দি ঘাটে যাত্রীসেবা নিশ্চিত করতে এবার অনেক কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যাত্রীরা নির্বিঘেœ বাড়িতে পৌঁছতে পারবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।