Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পাঁচ দেশের পদস্থ সেনা কর্মকর্তা সিলেটে, পরিদর্শনে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানী যাদুঘর

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ৪:৪৩ পিএম

বাংলাদেশ ও চার বিদেশি সেনাবাহিনীর পদস্থ সেনা কর্মকর্তারা এসেছেন সিলেটে। তারা আজ সোমবার (২২ মার্চ) পরিদর্শন করেন সিলেট নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘর। বাংলাদেশ, ভারত, নাইজেরিয়া, সৌদি আরব সহ পাঁচটি দেশের পদস্থ সেনা কর্মকর্তারা আজ বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠানিকভাবে পরির্দশন করেন ওসমানী জাদুঘর। ওসমানী জাদুঘরে পৌঁছালে সেনাবাহিনীর পরিদর্শক টিমকে স্বাগত জানান জাদুঘরের সহকারী কীপার মো. জিয়ারত হোসেন খান ও বঙ্গবীর গবেষণা ওসমানী ইনস্ট্রিটিউট-এর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, রোটারিয়ান হেপী বেগম এবং সহকারী শিক্ষক রুনা সুলতানা। সেনাকর্মকর্তা টিমের নেতৃত্ব দেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল হক এনপিপি, পিএসসি এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. ফায়জুর রহমান এসজিপি-পিএসসি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল রেজওয়ান পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মোহাম্মদ শাহিদুল ইমরান পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল মো. হাকিমুজ্জামান পিএসসি, ব্রিগেয়িার জেনারেল মনজুরুল আলম পিএসসি, কমোডরএম মকসুদ আলম পিএসসি, বিএন, এয়ার কমোডর মো. মামুনুর রশিদ পিএসসি, এয়ার কমোডর মো. রেজা এমদাদ খান পিএসসি, যুগ্ম সচিব মো, মিজানুর রহমান, যুগ্ম সচিব কামরুজ্জামান, যুগ্ম সচিব আশরাফ আহমেদ, প্রোগাম সমন্বয়কারী স্কোয়াডন লিডার মো. শাহপরান। আন্তর্জাতিক সেনা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কমোডর জয় বেদী (ভারত), এয়ার কমোডর দেবেন্দ্র হিরানী (ভারত), কর্নেল আবদুল ওয়াহিদো জাবাব (নাইজার), ক্যাপ্টেইন একুমা রাফায়েল একুমা (নাইজেরিয়া) ও ক্যাপ্টেইন আই শেও (নাইজেরিয়া) প্রমুখ। পরিদর্শন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন বঙ্গবীর গবেষণা ওসমানী ইনস্টিটিউটের চেয়ারম্যান- যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ