প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আদি তোমার (আর. মাধবন) তার খেলোয়াড় জীবনে খুব ভালো একজন মুষ্টিযোদ্ধা ছিল। বক্সিং অ্যাসোসিয়েশনের শীর্ষ মানুষদের ষড়যন্ত্রে তার ক্যারিয়ার বরবাদ হয়ে যায়। দশ বছর পর সে মেয়েদের বক্সিং টিমের কোচ হিসেবে ফিরে আসে। তবে নিজের নিয়ন্ত্রণহীন রাগ এবং পক্ষপাতিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবার সে ঝামেলায় পড়ে যায়। অ্যাসোসিয়েশনের প্রধান দেব খাত্রির (জাকির হুসেন) সঙ্গে তার ঝগড়া বাঁধে। তার বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অভিযোগে তাকে বক্সিংয়ে পশ্চাৎপদ চেন্নাইয়ে পাঠিয়ে দেয়া হয়। বক্সিংয়ে এখানে কোনও অবকাঠামো না থাকলেও মাধি (ঋতিকা সিং) নামে এক মাছ বিক্রেতা তরুণীর মধ্যে সে প্রতিভার ঝলক দেখতে পায়। মাধির বোন ল²ী (মুমতাজ সরকার) আট বছর ধরে বক্সিং করছে। কিন্তু তাকে অগ্রাহ্য করে মাধির প্রশিক্ষণে বেশি মনোযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু আদির নিষ্ঠুর প্রশিক্ষণের ধারা আর মাধির রুক্ষ স্বভাবে কারণে কোনোভাবেই তাদের মিল হচ্ছিল না। এজন্য মাধি ইচ্ছা করেই আঞ্চলিক প্রতিযোগিতার পরাজয় মেনে নেয়। প্রথমে ভুল বুঝলেও একদিন মাধি জানতে পারে তাদের বক্সিং উপকরণ কেনার জন্য আদি তার বাইক বিক্রি করে দিয়েছে। সে মন দিয়ে প্রশিক্ষণ নেতে শুরু করে। এদিকে মাধির ওপর বেশি মনোযোগ দিচ্ছে দেখে ল²ী ঈর্ষান্বিত হয়ে ওঠে। দুই বোনের মধ্যে দ্ব›দ্ব শুরু হয়। পাশাপাশি মাধি আদির প্রেমে পড়ে যায়। আদি তাকে মানা করে দেয়। এর পর আবার এক ম্যাচে হেরে যায় মাধি। আদির ধারণা হয় ইটি ইচ্ছাকৃত পরাজয়। তাদের দূরত্ব আরও বেড়ে যায় শেষ পর্যন্ত মাধির কাছ থেকে ভালো কোনো ফল কি পাবে আদি?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।