প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সালটা ১৯৯২, 'বেসিক ইন্সটিংক্ট' -এর শ্যুটিংয়ের সময় শ্যারন স্টোনকে ঠকানো হয়েছিল। অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিংয়ের সময় পরিচালক তাকে মিথ্যে কথা বলে শট নিয়েছিলেন। যে কারণে, তিনি পরিচালক পল ভারহোভেনকে থাপ্পড় কষাতেও দ্বিধা করেনিনি অভিনেত্রী। সম্প্রতি, নিজের লেখা বই 'দ্যা বিউটি অফ লিভিং টুইস'-এ একথা প্রকাশ্যে এনেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্যারন স্টোন।
সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে নিজের লেখা বই নিয়ে নানান কথা বলেন শ্যারন স্টোন। অভিনেত্রী জানান, তিনি তার বইতে লিখেছেন, 'বেসিক ইন্সটিংক্ট' ছবির শ্যুটিং শেষে যখন পরিচালক, আইনজীবী সহ অন্যান্যদের সঙ্গে যখন ছবিটি দেখছিলেন, তখন হতবাক হয়ে যান।
শ্যারনের কথায়, ''শ্যুটিং সেটে মিথ্যে কথা বলে আমায় অন্তর্বাস খুলতে বলা হয়, আমাকে ঠকানো হয়েছিল।' আমি বিশ্বাস করেছিলাম, ছবিতে আমার গোপনাঙ্গ দেখানো হবে না।''
শ্যারন স্টোন আরও জানান, ''এই দৃশ্যটি দেখার পর আমি প্রজেকশন বুথে গেলাম এবং পরিচালক পল ভারহোভেনকে থাপ্পড় কষালাম। পরে আমি বিষয়টি নিয়ে আমি আমার আইনজীবীর দ্বারস্থ হই। আমার আইনজীবী বলেন, 'বেসিক ইন্সটিংক্ট' ছবিটি যে পরিস্থিতিতে রয়েছে, এই অবস্থায় কোনওভাবেই এটি কোনওভাবেই মুক্তি দেওয়া যায় না।''
প্রসঙ্গত, ১৯৯২-এ মুক্তি পাওয়া 'বেসিক ইন্সটিংক্ট' ছবিটি সুপার হিট হয়। ২০০৬ সালে এই ছবির সিকুয়্যাল আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।