বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাউজানের হলদিয়া ইউপির এয়াছিন্নগরে খালার বাড়ীতে বেড়াতে আসা এক স্কুল ছাত্রকে সাপে কামড় দিয়েছে। (রবিবার) রাতে এঘটনা ঘটে ইউপির ৭ নং ওয়ার্ডের ফকিরপাড়ায়। স্থানিয়রা জানান, রবিবার সন্দ্যায় মুহাম্মদ জিসাদ আলম (১২) ও তার খালাত ভাই মহিউদ্দিন জিসান(১৪) মিলে পাশের একটি ওরশ শরিফে যায়। ওরশ থেকে বাড়ীতে ফেরার পথে রাত ৮ টার দিকে বাড়ীর অন্ধকার রা¯তায় জিসাদকে ডানপায়ে সাপে কামড় দেয়। চলার পথে আগে আগে ছিল জিসাদ,পিছে ছিল খালাতো ভাই মহিউদ্দিন। জিসাদকে সাপে কামড় দিতেই চিৎকার করে উঠে সে,চিৎকারের শুরুতে খালাতো ভাই মহিউদ্দিন জিসান একটি সাপ চলে যেতে দেখে। খালাতভাই জিসাদকে সাপে কামড় দিয়েছে চিৎকার করতে করতে দোকান ঘরের সামনে গল্প গুজবে থাকা তার বাবা নাজিম উদ্দিন ড্রাইভারকে দোকান ঘরের সামনে থেকে বাড়ীতে নিয়ে আসে মহিউদ্দিন। তিনি ঘরে এসে জিসাদকে দ্রুত রাউজান উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাšতনু পালিত(বিসিএস সাস্থ্য) মুঠো ফোনে জানান ছেলেটি ভাল আছে। আমরা একটি রক্ত পরিক্ষা টেষ্ট করেছি। বড় ধরনের কোন সমস্যা নেই। তিনি আরো বলেন সাপে কাটা রুগী কমপক্ষে ২৪ ঘন্টা অবজারভেশনে রাখতে হয়। ছেলেটির ক্ষেত্রও আমরা তা করছি। এদিকে ছেলেটি রবিবার বিকালেই ডাবুয়া ইউনিয়নের নিজ বাড়ী থেকে এয়াছিন্নগরে খালার বাড়ীতে বেড়াতে গিয়েছিল। ছেলেটি ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্র। তার বাবার নাম মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।