বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মরহুম ব্যারিস্টাার মওদুদ আহমদের স্বরণে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ডাকা শোক সভা স্থগিত করে দিয়েছে কোম্পানীগঞ্জ থানা প্রশাসন। গতকাল রোববার দুপুর ২টায় কাদের মির্জা নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ অভিযোগ করেন।
গত শনিবার বিকেল ৫টায় বসুরহাট পৌরসভা হলরুমে সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্বরণে আয়োজিত স্বরণ সভা থেকে কাদের মির্জা রোববার বিকেল ৪টায় বসুরহাট পৌরসভা হল রুমে এ শোক সভা করার ঘোষণা দিয়ে ছিলেন। এ বিষয়ে কাদের মির্জার ভাগিনা ফখরুল ইসলাম রাহাত বলেন, কাদের মির্জা আজ রাজনৈতিকভাবে কোম্পানীগঞ্জে দেউলিয়া হয়ে গেছেন। সে মওদুদের শোক সভার নামে নিজের রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা অপপ্রয়াস মাত্র।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, রোববার দুপুর ১টার দিকে কাদের মির্জাকে বলা হয়েছে বসুরহাট পৌরসভার হল রুমে ডাকা শোক সভা স্থগিত করতে। এর আগে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র আবদুল কাদের মির্জা মওদুদ আহমদের মৃত্যুতে বসুরহাট পৌরসভায় তিন দিনের শোক ঘোষণা করেন।
দগ্ধ শিশু আরাফাত আর নেই
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : দগ্ধ শরীর নিয়ে জীবন যন্ত্রণায় কাতরাচ্ছিল ১১ বছরের ৫ম শ্রেণির শিক্ষার্থী শিশু আরাফাত হোসেন। ৬ দিন যাবত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকালে মারা যায়।
মামা জামাল উদ্দিন জানায়, স্থানীয় চালকল কালাম সরকারের রাইস মিল থেকে রাতের আঁধারে আগুনসহ ছাই রাস্তার পাশে ফেলে যায়, জলন্ত ছাইয়ে ভাগনে আরাফাত খেলতে গেলে তার শরীরের নীচের অর্ধেক পুড়ে যায়।
এ পর্যন্ত একটা খোঁজ নেয়নি এই এই অটো রাইস মালিকরা। আমি প্রশাসনের কাছে এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি।
গত সোমবার বিকেলে নানার বাড়িতে বেড়াতে এসে রাস্তার পাশে একটি অটো রাইস মিলের ফেলে রাখা পরিত্যক্ত ছাইয়ের টিবির কাছে খেলতে গিয়ে আগুনের ছাইয়ের টিবিতে পড়ে শরীরের নীচের অংশসহ পুড়ে যায় আরাফাতের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।