রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে চলন্ত বাসে অগ্নিকান্ডের ঘটনায় শামসুন্নাহার বেগম (৫৫) নামে দগ্ধ আরো ১ জনের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার ভোর সাড়ে ৫টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হলো।
জানা যায়, গত ১৫ মার্চ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোলামুর রহমান (৭০) নামে এক ব্যক্তি।
এ ছাড়া ঘটনাস্থলে মারা যান শিশুসহ ২ জন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অ্যাসিস্টেট ড্রাইরেক্টার মামুন খাঁন এ বিষয়টি জানান। তিনি জানান, শামসুন্নার বেগমের শরীরের ২৩ শতাংশ দগ্ধ ছিল। তার শ্বাসনালী পুড়ে গিয়েছিল।
উল্লেখ্য, গত ১১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে মতলবগামী মতলব এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।