Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২১, ১২:০২ এএম

বাধ্যতামূলক

ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের জনাকীর্ণ এলাকাগুলোতে করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতাম‚লক করেছে রাজ্যসরকার। কেউ পরীক্ষা করতে না চাইলে তা অপরাধ হিসেবে গণ্য হবে বলেও জারি করা আদেশে বলা হয়েছে। রাজ্যসরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ২২ মার্চ থেকে রাজ্যের জনসমাগমপ‚র্ণ এলাকাগুলোতে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‌্যাট) বুথ বসানো হবে। সেসব এলাকায় যারা যাবেন, তাদের সবাইকে সেই বুথে গিয়ে পরীক্ষা করাতে হবে। ইন্ডিয়া টুডে।


জাকার্তায় বন্যা
ইন্দোনেশিয়ার জনবহুল রাজধানী, জাকার্তার উপকণ্ঠে সিতারুম নদীর বাঁধ ভেঙে যাওয়াতে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণে পশ্চিম জাভার বেকাসি শহরে শনিবার প্রবল বন্যা দেখা দেয়। এই অঞ্চলে ভারী বর্ষণের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ১৭,০০০ দ্বীপের দেশ, ইন্দোনেশিয়ায় সা¤প্রতিক দিনগুলিতে মৌসুমী বৃষ্টি ও উচ্চ জোয়ারে বহু ভ‚মিধস ও প্লাবনের সৃষ্টি হয়েছে। লক্ষ লক্ষ জনগণ দেশটির নদী উপত্যকার উর্বরা এলাকায় বসবাস করে জীবিকা নির্বাহ করে থাকেন। ভিওএ।


২ পাইলট নিহত
কেনিয়ায় পরীক্ষার প্রশ্নপত্র বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও কোপাইলট দুজনই ঘটনাস্থলে নিহত হয়েছেন। দেশটির জাতীয় পরীক্ষা কাউন্সিলের প্রশ্নপত্র নিয়ে মারসাবিত পল্লীতে যাওয়ার সময় এটি বিধ্বস্ত হয়। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক গিলবার কিবে জানান, বিমানটি রাজধানী নাইরোবি থেকে স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে উড্ডয়নের পর সকাল ১০টা ১০ মিনিটে একটি পাহাড়ের ওপর এটি বিধ্বস্ত হয়। বিমানটিতে দুই পাইলট ছাড়া আর কোনো আরোহী ছিল না। আনাদোলু।


২ ধর্ষকের মৃত্যুদÐ
সড়কে সন্তানের সামনে পাকিস্তানি বংশোদ্ভ‚ত এক ফরাসি নারীকে ধর্ষণের দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদÐের রায় দিয়েছে আদালত। তারা হলো আবিদ মেহলি এবং শাফকাত আলি বাগগা। ওই নারী ও তার দুই সন্তান একটি সড়কে নিজেদের গাড়িতে করে যাচ্ছিলেন। কিন্তুতাদের গাড়ির তেল ফুরিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয় ওই দু’জন। তারা ওই নারীর গাড়ির দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। কেড়ে নেয় টাকাপয়সা ও ব্যবহার্য সব। এরপর সন্তানের সামনে তাকে ধর্ষণ করে। এ ঘটনা প্রকাশ পেলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিবিসি।


হালাল নিষিদ্ধ
রমজান মাসের আগে ইসলামী নিয়ম-নীতি অনুসারে পোল্ট্রি প্রাণী (হাঁস-মুরগি ইত্যাদি) জবাই করার হালাল পদ্ধতি নিষিদ্ধ করা হয়েছে ফ্রান্সে। দেশটির মুসলিম কর্মকর্তারা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা। প্যারিস মসজিদের পরিচালক চেমস এদ্দিন হাফেজ, লিয়ন মসজিদের পরিচালক কামেল কাপটানে ও এভরি শহরের পরিচালক খলিল মারুন একটি যৌথ বিবৃতিতে বলেন, ফ্রান্সের কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের ২০২০ সালের ২৩ নভেম্বরের বিজ্ঞপ্তিটি এদেশের মুসলিমদের কাছে একটি ভুল বার্তা দিচ্ছে। এদিকে সামনেই রমজান মাস। আনাদোলু এজেন্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ