Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বহু রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কারো একার নয়’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ২:২৮ পিএম

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন যাদের আত্মত্যাগ ও বলিষ্ঠ নেতৃত্বে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা আজ তাঁদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। তৎকালীন পূর্ব পাকিস্তানের জমিয়ত নেতৃবৃন্দ নিখিল পাকিস্তান জমিয়তের পরামর্শ ও নির্দেশনায় স্বাধীনতা সংগ্রামে জালেমের বিরুদ্ধে মজলূমের পক্ষে সুস্পষ্ট অবস্থান গ্রহণ করেছিলেন। এমনকি ৭১ এর ২৪শে মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের দলীয় প্যাডে পূর্ব পাকিস্তান জমিয়তের সাধারণ সম্পাদক মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুদ্দীন কাসেমী রহ.স্বাক্ষরিত একটি দলীয় নির্দেশনা জেলায় জেলায় প্রেরণ করা হয়। উক্ত ঐতিহাসিক নির্দেশনায় এ অঞ্চলের স্বাধিকার আদায়ের ব্যাপারে নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ