প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নবাগত অভিনেত্রী রায়তাশা রাঠোড়কে অচিরেই আসন্ন সিরিয়াল ‘বাড়ো বহু’তে এক স্থূলকায় তরুণীর ভূমিকায় দেখা যাবে। তিনি জানিয়েছেন কখনো ভাবেননি তিনি কখনো টিভিতে অভিনয় করবেন।
“আমি এখনো ব্যাপারটি সামলে ওঠার চেষ্টা করছি। আমি আমার জীবনে এমন কোনো সুযোগ আসবে কল্পনা করিনি। কখনো ভাবিনি আমি টিভিতে সংশ্লিষ্ট হব,” রায়তাশা বলেন। তিনি প্রধানত একজন মঞ্চনাটকের শিল্পী।
অভিনয়ে প্রশিক্ষণপ্রাপ্ত রায়তাশা বলেন, “সুযোগটি আকস্মিকভাবেই এসেছে এবং আমি তা লুফে নিয়েছি।”
থিয়েটার থেকে টিভিতে আসা তার জন্য বিশাল এক বিবর্তন, তবে তিনি তা উপভোগ করছেন।
‘বাড়ো বহু’ ২৬০ পর্বে সীমিত একটি সিরিয়াল। এতে তার সঙ্গে প্রধান পুরুষ ভ‚মিকায় অভিনয় করবেন ‘বিগ বস ৯’ বিজয়ী প্রিন্স নারুলা, পঙ্কজ ধীর, জয়া ওঝা, আরহান খান এবং সঙ্গীতা পানভার।
তার এই বিবর্তন সম্পর্কে তিনই বলেন, “আমি সিঙ্গাপুরের একটি শিল্পকলা বিষয়ক কলেজে তিন বছর অভিনয় নিয়ে পড়েছি। সুতরাং যা ঘটেছে তা হলো আমার শরীর আর কণ্ঠকে আমি এখানে আমার সহায়ক হিসেবে পেয়েছি। থিয়েটারে কাজ করার অর্থ হলো আমার শরীর যা করছে, আমার যা অনুভ‚তি হচ্ছে সে সম্পর্কে সচেতন হওয়া।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।