পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
‘আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) নামে পৃথক কোম্পানি নিবন্ধন প্রদান কেন বেআইনি ঘোষণা করা হবে না -এই মর্মে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ রুল জারি করেন। পিটিশনারের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এএফ হাসান আরিফ এবং সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম. কে. রহমান।
পিটিশনার সূত্র জানায়, ‘আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ট্রাস্ট’ নামে একটি ট্রাস্ট রয়েছে। কিন্তু একই নামে আরেকটি ট্রাস্ট গঠনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা নিবন্ধন চেয়ে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসসমূহকে চিঠি দেন। গত ১ মার্চ শাখার উপ-সচিব শামীমা বেগম এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন। এ চিঠির ভিত্তিতে জয়েন্ট স্টক কোম্পানি বিদ্যমান একই ট্রাস্টের পাশাপাশি আরেকটি ট্রাস্ট্রের নিবন্ধন দেয়। বিশ্ববিদ্যালয়টি এই নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্ট’র আইনজীবী শুনানিতে বলেন, সুপ্রতিষ্ঠিত এই স্বনামধন্য বিশ্ববিদ্যালয় জবর-দখলকরার জন্য একটি স্বার্থান্বেষীমহল একই নামে আরেকটি ট্রাস্ট গঠনের বেআইনি তৎপরতায় লিপ্ত রয়েছে। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্ট’ বিদ্যমান আইনে নিবন্ধিত একটি ট্রাস্ট। এই ট্রাস্ট আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’সহ অনেক প্রতিষ্ঠান অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে পরিচালনা করছে। তাই এই ট্রাস্টের বিরুদ্ধে কিংবা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনের কোনো প্রবিধান লঙ্ঘনের অভিযোগ নেই।
তাই একই নামে একাধিক ট্রাস্ট গঠিত হতে পারে না। বর্তমান বোর্ড অফ ট্রাস্টিজই আইনসম্মত কর্তৃপক্ষ। শুনানি শেষে আদালত জয়েন্ট স্টকে পাঠানো মন্ত্রণালয়ের চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং একই চিঠির ভিত্তিতে ১০ মার্চ জয়েন্ট স্টকের দেয়া নিবন্ধন কেন বেআইনি ঘোষণা করা হবে না -এই মর্মে রুল জারি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।